টিভি রিপোর্টার মুন্নি সাহাকে সাভার থেকে তাড়িয়ে দিন ।
লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৮ এপ্রিল, ২০১৩, ০৫:১৪:৫৬ বিকাল
সাভারে উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছা সেবকদের বলছি- এটিএননিউজের মুন্নী সাহাকে সাভার থেকে বিদায় করুন । তিনি ষড়যন্ত্রের মিশন নিয়ে মাঠে নেমেছেন! লাশ লুকানোর চেষ্টা করছেন ! ১টা ৫৫ মিনিটে এটিএন নিউজের লাইভ সম্প্রচারে এই সাংবাদিক বলেছেন-
১, মাথায় সাদা কাপর বাধা স্বেচ্ছাসেবীরা সবাই নাকি হেফাজত কর্মী ! তারা নাকি উদ্ধার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন !
২, ৫/১০টি পানির বোতলকিংবা সামান্য খাবার নিয়ে যারা যাচ্ছেন, তারা নাকি ঝটলার সৃস্টি করে উদ্ধার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন !
৩, তার মতে, স্বেচ্ছাসেবকদের প্রয়োজন নেই ! তারা না থাকলে দ্রুত উদ্ধার করা সহজ হবে !
৪, বিল্ডিং কোর্ড মানা হয়েছে কিনা তাএখন বলার সময় নয় !
৫, বিল্ডিংয়ের মালিক রানা ঘটনাস্থলে থাকলে নাকি সেবায় এগিয়ে আসতে পারতেন !
৬, বিশেষ মহলের দালাল মুন্নী সাহা চাচ্ছেন, স্বেচ্ছাসেবী সহ উপস্থিতিদের সরিয়েউদ্ধার কাজ ধীর গতিতে করে রাতের অন্ধকারে লাশ লুকাতে এবং রানাকে বাঁচাতে ।
৭, মিডিয়ার সামনে স্বেচ্ছাসেবীরা অভিযোগ করে বলেছেন, উদ্ধার কাজে নিয়োজিত প্রশাসনেরলোকেরা তাদের সাহায্য করছেন না !
৮, প্রশাসনের অসহযোগিতা এবং মুন্নী সাহার কথাগুলো এখটু ভেবে দেখুন, তারা কি করতে চাচ্ছে- হিসাব মিলে যাবে ।
ফেসবুক ফ্যান পেজ "হাসিনা তুই রাজাকার" থেকে সংগৃহীত
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন