(সাভার ট্র্যাজেডিঃ মুন্নি সাহা আমাদের ব্লগার আর ফেসবুকের ভাইদের অপমান করেছে
লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৭ এপ্রিল, ২০১৩, ১২:২৮:৫৭ দুপুর
দেশের বাহিরের যারা ব্লগার আছেন , তারা সর্বাত্মক ভাবে অর্থসাহায্য সংগ্রহকরারচেষ্টা করছেন। ফেসবুক এ যারা আছেন তারাও একই ভাবে কাজ করে যাচ্ছেন । প্রতিটি মানুষ আবেগ আপ্লুত , যে যেভাবে পারছেন সাহায্য করছেন । এদিকে উদ্ধার কাজেও অনেক সাহায্য করছেন , যারাসেখানে কাজ করছেন, বাআছেন আমি কসম করে বলতে পারি সেখানে কেউ চুরি করতে যায় নাই । সেখানে এক ঝাক তরুন জীবনের ঝুঁকি নিয়ে আর্ত-মানবতার সেবায় লিপ্ত ,
আমরা যখন কোন ভারী জিনিস তুলতে যাই অনিচ্ছা সর্তেও ইয়া আলী বলে উঠি,
যারা ওই খানে কাজ করছেন তারা আল্লাহর নাম নিছেন। {{তারা"'আল্লাহু আকবার ' ধ্বনিতে উদ্ধারকাজ করছিলেন।এটা দেখে মুন্নির বক্তব্য, এরা রাজনৈতিক স্লোগান দিচ্ছে কেন? (!!!)রানা প্লাজার উদ্ধারকর্মী জামাত/শিবির ও হেফাজত কর্মীদের উদ্দেশ্যে মুন্নির বক্তব্য, এই ভলেন্টিয়ারদের উদ্ধারকার্য এলাকা থেকে দূরে রাখা দরকার, তা না হলে বিল্ডিংয়ের যন্ত্রপাতী চুরি যেতে পারে!}}]
আমার মনে হয় সেখানে যারা আছেন কেউ রাজনৈতিক পরিচয়ে যায়নাই । আমি এই সাহায্যকারীদের বীরের মর্যাদা দিতে চাই । এই মহিলা তার কথার মাধ্যমে আমাদেরসকল সাহায্যকারী ভাইবোন, ব্লগারদের অপমান করেছে । মুন্নি সাহা কে ? এই মহান মানুষ গুলার ব্যাপারে এমন অপমানকর মন্তব্যের সাহস তার কিভাবে হল??? এই বেয়াদব মহিলারে থাপ্রায়া গালের দাঁত ফালাইয়া দিতে ইচ্ছা হইতাছে। জানোয়ারের বাচ্চা ।
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন