কে ভালো কে খারাপ?
লিখেছেন লিখেছেন কানামাছি ০২ এপ্রিল, ২০১৩, ১১:১৩:২৬ সকাল
কাউকে যদি বলা হয় আচ্ছা বলুন তো ,ভালো মানুষ কাকে বলে? আর খারাপ মানুষই বা কাকে বলে ?আমার question করতে হয়তবা যত সময় লাগবে উত্তর হয়তবা তার চেয়ে অনেক দ্রুত পেয়ে যাব।আপনি হয়ত বলবেন "যে মানুষটি মিথ্যা কথা বলেনা,ঘুষ খায়না,সুদ খায়না,সবার সাথে ভালো ব্যবহার করে,কাউকে কষ্ট দেয়না"তাকেই তো সবাই ভালো মানুষ বলে।আর খারাপ মানুষ...যে মানুষটি এই কাজগুলো করেনা বরং এর বিপরীত কাজ করে তাকেই তো আমরা খারাপ মানুষ বলি...।আমি বলছিনা, আপনার উত্তরটি হয়নি তবে আমি বলব আপনার উত্তরটা সঠিকও নয়..
"ভালো মানুষ তো তাকেই বলা হয় যে শুধু নিজে ভালো কাজ করেনা বরং অন্যকে ভালো কাজের দিকে আহবান করে।"
এবং
" খারাপ মানুষ তো সেই, যে শুধু নিজেই খারাপ কাজ করেনা বরং অন্যকে সেই খারাপ কাজের দিকে আহবান করে।"
(একান্ত ব্যক্তিগত মতামত)
বিষয়: সাহিত্য
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন