এক মুজাহিদ রিক্সাওয়ালা?

লিখেছেন লিখেছেন কানামাছি ২০ মার্চ, ২০১৩, ১১:৪৯:১২ সকাল



সেদিন ছিল ১৮ মার্চ ২০১২ বাংলা ৪ চৈত্র ১৪১৮,জীবনের বাকে বাকে মানুষকে প্রতিনিয়ত নিত্য নতুন বিভিন্ন্ ঘটনার সম্মুখিন হতে হয়,এদের ভেতর যেমন থাকে আনন্দের উৎস তেমনি থাকে বেদনার অভিজ্ঞতা। আজ তেমন একটি দিন আমার জন্য ,খুব সকালেই বই-পত্র গুছিয়ে বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা করেছিলাম।

সকাল ১০ টার দিকে একটা পরীক্ষা হবার কথা ছিল, ঘড়িতে যখন ঠিক ১০টা, তখন জানতে পারলাম আমাদের কোর্স টিচার এর অনুপস্থিতির কারণে আজকের পরীক্ষা হচ্ছেনা।আগামীকাল হবে।কি আর করা,সবাই তো মহা খুশি ,সবচেয়ে বেশি খুশি হয়েছে হয়তবা বা মাসুম ,আদনান ,রানা।কারণ অসুস্হতার জন্য গণিত-৪০৬ পরীক্ষাটি ওরা দিতে পারেনি তাই আমাদের অমুল্য সার আজকে ওদের পরীক্ষা নেবে বলেছিল,একদিনে দুই পরীক্ষা একটু কঠিনই হয়ে গিয়েছিল ওদের জন্য।

আমার প্রস্তুতি ভালো ছিলনা তাই আমিও খুশি ।

ল্যাবএ গেলাম internet browse করার জন্য ।ঘন্টা দুয়েক ইন্টারনেট ব্রাউস করে অতপর একটা কবিতা দিয়ে ফেইসবুক স্টেটাস দিলাম।সারাদিন নানা কাজ্কর্মে কাটল ।রাতের বেলা যখন মেসে আসছিলাম তখন রিক্সা খুজছিলাম ।শহীদ মিনার থেকে আজিমপুর ভাড়া সর্বোচ্চ ২০টাকা। আমিও ২০ টাকার বেশি ভাড়া দেইনা ,কমপক্ষে ১৫টা রিক্সা দেখলাম, কিন্তু কেউ ২০ টাকায় যেতে চাচ্ছিলনা।।হাটতে হাটতে জগন্নাথ হলের সামনে চলে আসলাম ।

এখানে অনেকগুলো রিক্সা দেখলাম, প্রথমে কেউ রাজি হলনা এক পর্যায়ে দেখিএক রিক্সোয়ালা ভাই রেডিও তে ভারত পাকিস্তান খেলার ধারাবিবরণী শুনছেন ,আমি তাকে বললাম বলুনতো আজকে কোন দল জিতবে?

তিনি আমাকে বললেন পাকিস্তান ,আমি বললাম আমিও চাই আজ পাকিস্তান জিতুক ,কারণ এই খেলায় পাকিস্তান জিতলে বাংলাদেশ ফাইনালে(এশিয়া কাপ) যাবে ।উনি আর কথা না বাড়িয়ে আমাকে বললেন উঠেন তো আমার রিক্সায় কোথায় যাবেন চলেন যাই ।আমিও অবাক হয়ে গেলাম উনি এত খেলা পাগল ।

লোকটি খুব হাসি খুশি মেজাজের।রিক্সায় চড়ে গল্প্ করার (বদ !)অভ্যাস আমার চিরদিনের ,জিজ্ঞাসা করলাম আপনার মনে হয় ক্রিকেট খেলা খুব পছন্দ ..উনি বললেন হমম ..খুব মজা লাগে আমোদ ।বললাম আপনার দেশের বাড়ি কোথায়?বল্লেন সাতক্ষীরা ,আমি বললাম সাতক্ষীরা তে একেবারে বডার এলাকায় ..আচ্ছা বডার এর কি অবস্থা ?উনি বললেন কি বলব BSF গুলি চালায় আর আমাদের BDR (BGB) পুতুলের মত দাড়িয়ে থাকে ।

পুতুলের উধাহরণ দিতে গিয়ে উনি জগন্নাথ হলের পাশে স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্জর মুর্তিগুলো কে দেখালেন,আমি বললাম আচ্ছা BGB পাল্টা অ্যাকশন নেয় না কেন ?উনি বললেন আমি কি বলব? সেইটা তেনারা ভালো জানেন ,,,বললাম আচ্ছা আপানাদের সাতক্ষীরা তে তো (রগকাটা!)জামাত শিবির দিয়ে ভরা ..আপনারা ভালো আছেন তো ?

উনি বললেন কি কোন ভালো থাকমুনা ,ওরা আছে দেইহাই মানুষজন ভালো আছে ।আর হুনেন আমি নিজেও জামাতের একনিষ্ঠ কর্মী ,আমার ছেলের নাম তরিকুল ও শিবির করে ,শিবিরের সাথী।সামনে ভর্তি পরীক্ষা দিব ডাবল এ+ আপনি দুয়া কইরেন ।আমাদের সাতক্ষীরা তে থানা ৭টা ।সরকার তো হোটেল- বাস সব বন্ধ কিরে দেছে ,না হইলে দেখতেন ১২তারিখের মহাসমাবেশ এ কত মানুষ আসতো।

আমি ১২ তারিখের প্রোগ্রামে গেছিলাম ,দুপুরে বিরানি খাইছি ,,আমার প্রায় ১২০ টাকা খরচ হইছে ,আমি তন্ময় হয়ে শুনছিলাম আর ভাবছিলাম ,একজন রিক্সা অলা যার নুন আনতে পান্তা ফুরায় ,এক বেলা পেট পুরে খাবার চিন্তায় ব্যস্ত থাকতে হয় ,সে কিনা প্রোগ্রামে এসে ১২০টাকা খরচ করে , ইসলামের সুমহান আদর্শকে নিজের ও পৃথিবীর মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করছে।

রিক্সা থেকে নেমে তাকে আমার ঠিকানা দিলাম এবং সাথে সাথে তার ছেলের(তরিকুল) মোবাইল নাম্বারটা নিলাম। রিক্সা ভাড়া দিতে চাইলে উনি নিতে চাইলেন না ..এক পর্যায়ে জোর করে হাতের ভেতর টাকাটা গুজে দিয়ে আমি বিদায় নিলাম। বাড়িতে এসে প্রথমেই আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার মায়ের সাথে বিষয়টা শেয়ার করলাম। একটু পরে তরিকুল আর নাম্বার এ ফোন দিলাম,ওকে আমি আমার পরিচয় দিলাম, তরিকুলের কথা শুনেই বোঝা যাচ্ছিল ছেলেটা খুব ভদ্র ,জিজ্ঞাসা করলাম সংগঠন কর ..বলল আমি সাথী ।

আল্লহ কাছে শুকরিয়া আদায় করলাম।বস্তুবাদ ,নাস্তিক্যবাদ ,জাতীয়তাবাদ,ভোগবাদের যুগে যখন কিনা বেশির ভাগ মানুষ শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে মগ্ন ..সেখানে কিনা একজন রিক্সায়ালা নিজের ইসলামের সুমহান আদর্শ বাস্তবাঁয়ন করার জন্য,তার নিজের পরিবারকে গড়ে তুলছে ।

আমরা যারা বড় বড় বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজএ পড়ি, তারা যতনা আমাদের নিজেদের ভবিষৎ নিয়ে ব্যাতিব্যস্ত থাকি তার চেয়ে ইসলামের সৌন্দর্য নিজেদের মাঝে এবং এবং পৃথিবীর মাঝে ছড়িয়ে দেবার জন্য ততটা বাস্ত থাকি না ...কিনতু এই মানুষগুলো যারা কিনা একবেলা খেয়ে না খেয়ে দিনানিপাত করে তারা তাদের ভবিশ্যত আল্লাহর হাতে সপে দিয়েছে ...মনে মনে ভাবলাম কি সার্থপরই না আমরা ?

বিষয়: বিবিধ

২১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File