"মুক্তিযুদ্ধের চেতনা বিভেদের নয় কখনো"

লিখেছেন লিখেছেন কানামাছি ১৮ মার্চ, ২০১৩, ০৬:৪০:০৫ সকাল



তখন আমার হয়নি জন্ম

জন্মেছিলে তোমরা ,

যুদ্ধে আমার হয়নি যাওয়া

যুদ্ধে করেছো তোমরা।।

৫২'নিয়ে নেই বিতর্ক

নেই কাঁদা ছোড়াছোড়ি,


৭১'নিয়ে কেন তাহলে?

অসম গল্প শুনি!

নাই থাকে যদি ভেদাভেদ কোন

নাই যদি কোন পক্ষ,

৪২ বছর পরে কেন তাহলে?

শুনি দুই পক্ষের গল্প !


জিজ্ঞেস করে দাদুকে খোকা,

তুমি ছিলে কোন পক্ষের?

ধমকিয়ে দাদু খোকাকে বলে

মুক্তিযুদ্ধ ছিল সকল পক্ষের।।



যুদ্ধ করেছি হাতে হাত রেখে

মাতৃভূমির জন্য,

মুক্তিযুদ্ধের চেতনা তাই

বিভেদের নয় কখনো

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File