জরুরি -আমার নামাজ কাজা হয়েছে কি?
লিখেছেন লিখেছেন কানামাছি ২০ মার্চ, ২০১৪, ০৬:৪৭:২১ সকাল
আমি জানতাম না সূর্য ৬ টা বেজে ৪ মিনিটে উঠে।সকাল ৬ টা ৬ মিনিটে এ উঠে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলেছি।আমার নামাজ কাজা হয়েছে কিনা কেউ কি বলবেন?
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রসূল(সাবলেন এই দুই সময় সূর্য পুজারীরা পূজার্চনা করে। রসূল(সা বলেন-ওয়াক্ত শুরু হওয়ার প্রথম পর্বে বা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বেশী খুশী হন।
আপনি যখন ভুলে যান তখন আল্লাহ আপনার উপর দোষারোপ করেন না। আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহকে ভয় করুন এবং একমাত্র তাকেই ভয় করুন,সেভাবে আচরণ করুন। জাজাকাল্লাহ
এটা কুরআনে বলা আছে ।
তবে যেহেতু ঘুমের মধ্যে মানুষ অচেতন থাকে তাই আল্লাহই এ ব্যাপারে ক্ষমা করতে পারেন তার বান্দাকে ।
কারণ , আল্লাহ তার বান্দার মনে অবস্থা সেই বান্দার চেয়েও ভাল জানেন ।
এই ব্যপারে আমার দ্বিমত রয়েছে
নামাজের ব্যপারে আল্লাহ তায়ালা কঠোর ভাবে কোরানে বর্ণনা করেছেন-
যদি কোন বান্দা ঘটনাক্রমে হঠাত একদিন ঘুমের কারনে ফজরের নামাজ পায়নি তাহলে সেটার ব্যপার আলাদা
যদি কোন বান্দা যদি সেটা অভ্যাসে পরিনিত হয় তাহলে তার শাস্তি মহান প্রভু নির্দিষ্ট করে রেখেছেন
নিশ্চয় মহান প্রভু সকল বান্দার ব্যপারে ওয়াকিপহাল রয়েছেন কোন বান্দা অবহেলা বশত নামাজ ত্যাগ করেছে কোন বান্দা ভুল বশত নামাজ ত্যাগ করেছে
কেউ যদি জানতে পারে - সে যে নামাজটি আদায় করেছে তা পশ্চিম দিকে মুখ করে আদায় করেনি বরং ভুলক্রমে পশ্চিম ভেবে অন্যদিক মুখ করে আদায় করেছে তাহলে সে নামাজ দ্বিতীয়বার পড়ে নিতে হবে তদরুপ কেউ যদি জানতে পারে যে আমি যে নামাজটি পড়েছি তা হারাম সময়ের মধ্যেই পড়েছি তাহলে পরবর্তীতে তা দ্বিতীয়বার পড়তে হবে, কারন তার উপর নামাজ পড়া যেভাবে ফরজ ছিল ঠিক সেভাবে ফরজ ছিল সঠিক সময়টা জানা, আন্দাজে নামাজ পড়লে নামাজ হবেনা
মন্তব্য করতে লগইন করুন