"স্বপ্ন"

লিখেছেন লিখেছেন কানামাছি ০১ জুন, ২০১৩, ১২:২৮:২৮ রাত



স্বপ্ন দেখেছি আমি

কোকিল হয়ে,

বসন্তের আগমনীবার্তা পৃথিবীকে শোনাব ।

ঝরনা হয়ে ,

পাহাড়ের সাথে খুনসুটি করব।

স্বপ্ন দেখেছি আমি

শিশির হয়ে ,

সকালের শুভ্রতা চারিদিকে ছড়িয়ে দেব।

প্রজাপতির পাখায় চড়ে,

পুরো পৃথিবীটা দেখব।

স্বপ্ন দেখেছি আমি

বৈশাখের ঝড়ো হাওয়ার মত,

পৃথিবীর সব অনাচার উড়িয়ে নেব।

আর্ত মানবতার কাজে

মানুষের পাশে দাঁড়াবো।

স্বপ্ন দেখেছি আমি

স্বপ্ন দেখছি আমি

ভালোকে মন্দের উপর বিজয়ী করব।

বিষয়: বিবিধ

১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File