ফেসবুক নাকি বন্ধ!
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৫৬:১০ দুপুর
কতো জনেই তো ব্যবহার করে ফেসবুক কেবল আমি ছাড়া। গতকাল রাতে অন্য একজনের মোবাইল থেকে আমার আইডি তে লগ ইন করে দেখলাম বারো জনের মতো চ্যাটে আছে। এদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশ নামক ভুখন্ডে থেকেই ফেসবুক চালাচ্ছে। ধন্যবাদ সেই সব সাইবার যোদ্ধাদের যারা সরকারের অনলাইন দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
অসংখ্য তরুন নিজস্ব মেধার পরিচয়কে সাধুবাদ জানাই। নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিয়েছেন। অসম এ ভঙ্গুর পথচলা আরো গতিময় হোক। শুভ কামনা রইল সবার জন্য।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন