ফেসবুক নাকি বন্ধ!

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:৫৬:১০ দুপুর

কতো জনেই তো ব্যবহার করে ফেসবুক কেবল আমি ছাড়া। গতকাল রাতে অন্য একজনের মোবাইল থেকে আমার আইডি তে লগ ইন করে দেখলাম বারো জনের মতো চ্যাটে আছে। এদের মধ্যে প্রায় সবাই বাংলাদেশ নামক ভুখন্ডে থেকেই ফেসবুক চালাচ্ছে। ধন্যবাদ সেই সব সাইবার যোদ্ধাদের যারা সরকারের অনলাইন দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

অসংখ্য তরুন নিজস্ব মেধার পরিচয়কে সাধুবাদ জানাই। নিজেদের অধিকার নিজেরাই আদায় করে নিয়েছেন। অসম এ ভঙ্গুর পথচলা আরো গতিময় হোক। শুভ কামনা রইল সবার জন্য।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351435
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০১
আফরা লিখেছেন : তাই নাকি !!
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৭
291742
ঝরাপাতা লিখেছেন : ইউসি ব্রাউজার, প্রক্সিসার্ভার এবং এপিএন ব্যবহার করে আমার পরিচিত অনেকেই ফেসবুক চালাচ্ছে। আমিও ইউসি দিয়ে কাল রাতে ইউজ করছি।
351439
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন :
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৪
291824
ঝরাপাতা লিখেছেন : হওয়ার কথা ছিলো এটাই। কিন্তু নাহ!!! সরকারী তো!!;
351445
২৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : আসসালামু অয়ালাইকুম ভাই। আমি ফেসবুক চালাইতে পারতেছি না। আপনাদের কাছে কোন লিংক থাকলে দিয়েন। প্লিজ! প্লিজ
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৫
291825
ঝরাপাতা লিখেছেন : uc browser দিয়ে চেষ্টা করতে পারেন।।।।
351476
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : থবর পেয়েছি।জানা থাকলে যে কেউ একটু টিপস্ দিন। ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
291867
ঝরাপাতা লিখেছেন : uc browser দিয়ে চেষ্টা করতে পারেন।।।।
351508
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশে নাইতো! আমি নেদারল্যান্ড থেকে ফেসবুক চালাই। আর বাংলাদেশে চা খাই!
২৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫০
291868
ঝরাপাতা লিখেছেন : ভালো তো!!! বাংলাদেশে থেকেও বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর মজাই আলাদা। ধন্যবাদ
351703
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সরকারের ডাকা ফেইচবুক অবরোধ ডিলেডালা ভাবে পালিত হচ্ছে। কারন অনেকেই ভিপিএন এর মাধ্যামে অবরোধকে এভয়েড করে যাচ্ছে। Winking
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৪
291992
ঝরাপাতা লিখেছেন : দারুন কম্বিনেশন উইথ বিডি পলিটিক্স!!!!

ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File