মাহে রমজানে জানতে চাওয়াঃ ০৫

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৮ জুন, ২০১৫, ০৩:৪৪:৩১ রাত

আমাদের দেশে রমজান মাস এলেই যাকাত দেবার ধুম পড়ে যায়। যাকাত হিসেবে বেশির ভাগ লোকই শাড়ি লুঙ্গি প্রদান করেন। যা অতি নিম্ন মানের ও পরিধানের অযোগ্য। সামান্য এ শাড়ি লুঙ্গির জন্য হুড়োহুড়িতে আবার মারাও পড়ে অনেকে। আমার কেন যেন মনে হয় বাংলাদেশের বেশির ভাগ মুসলিমই নিসাবের পরিমান হিসেব করে প্রকৃত যাকাত প্রদান করেন না। এখন আমার জানার আগ্রহ:

#যাকাত কি রমজান মাসেই দিতে হয়?

#যাকাত হিসেবে (পন্য বা টাকা) কোনটা দেয়া উত্তম?

#আমাদের দেশে যাকাতের নিসাব পরিমান নির্নয় করার কোন সংস্থা বা সংগঠন আছে কি?

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327775
২৮ জুন ২০১৫ সকাল ০৭:১৭
ছালসাবিল লিখেছেন : ০১/ যাকাতিল ফিতর রমজানেই দিতে হয়। কেননা যাকাতিল ফিতর না দিয়ে ঈদগাহে যাওয়া অপছন্দনীয় Smug
০২/ যাকাতিল ফিতর হিসেবে খাদ্যদ্রব্য দেয়া হচ্ছে সুন্নাহ। আর যাকাত অবশ্যই অর্থ দিয়ে দেয়া উচিত। Smug
০৩/ যাকাতের নিসাব ঠিক করার কোন সংস্থা থাকাই উচিত নয়। কেননা সেটি নির্ধারিত হয়েই আছে। এক সা পরিমান। এক সা মানে বাংলাদেশের ২.৫ কেজি প্রায়। Smug

উত্তর ভুল হলে মার্জনীয়। Time Out Hot
২৮ জুন ২০১৫ সকাল ০৮:৫৫
270022
হতভাগা লিখেছেন : এক সা পরিমান মানে কি ? আর বাংলাদেশের ২.৫ কেজি ? সেটা কিসের আড়াই কেজি ?

আমি তো জানি ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রুপার পরিমান অর্থ যদি টানা এক বছর থাকে তাহলে যাকাত দেওয়ার আওতাভুক্ত হয়ে যাবে ।
২৮ জুন ২০১৫ সকাল ০৯:০৯
270023
ছালসাবিল লিখেছেন : ভাইয়া Worried আমি ফিতরার কথা আলোচনা করেছি। এক সা এটি আরবের খাদ্যশস্য মাপার একটি পদ্ধতি। বড় ধরনে একটা বটি বলতে পারেন। Worried এক সা মাপলে বাংলাদেশের প্রায় ২.৫ কেজি চালের সমান হয়। Worried চালের ২.৫ কেজি/একজন Worried

বাকি আপনার কথাই ঠিক Worried

দুঃখিত আমার উত্তর লিখতে একটু সাবধানতা অবলম্বন করার দরকার ছিলো Crying Crying

Praying Praying Praying
327802
২৮ জুন ২০১৫ দুপুর ০১:০৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File