আলুর আলোয় আলোকিত ব্যাচেলর জীবন

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৪ এপ্রিল, ২০১৫, ০৫:৪২:০১ বিকাল

আমাদের ম্যাসের বুয়া। খালা ডাকলে মাইন্ড করেন। বুয়া ডাকলেই খুশি!!! অবিশ্বাস্য হলেও সত্যি তিনি দীর্ঘ ষোল বছর ধরে এ ম্যাসে রান্নার কাজ করছেন। তিনি বিশ্বাস করেন তাঁর মতো বুয়া আর দ্বিতীয়টি নেই মাইজদী শহরে।

হঠাত করেই গত কাল রেগে মেগে আগুন। আলু কুচাতে পারবেন না আর। এ ম্যাসে নাকি দৈনিক কেজি পাঁচেক আলু লাগে বিশজনের জন্য। আলু কুচাতে কুচাতে এখন নাকি আলুর গন্ধও শুকতে পারেন না বুয়া। তিনি নাকি আলু খান না বছর পাঁচেক হবে।

সব তরকারিতেই আলুর সংমিশ্রন। গোস্তে, ভাজিতে, মাছে, শিমে, বেগুনে, কপিতে, ভর্তায়, শাকে মোরগে সবর্ত্রই কেবল আলু সহযাত্রী। আলু ছাড়া তরকারি কল্পনাও করা কঠিন। জয়তু আলু।

ম্যাস জীবনে আলু ডিম খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। অবস্থা এমন দাঁড়িয়েছে আলু আর ম্যাস জীবন একে অপরের প্রধান পরিপূরক। আলু ছাড়া আমাদের চলেই না। ওরে আমার আলু রে!!!

আলু খেলে গ্যাস্ট্রিক হয়- সেটা অবশ্য মায়ের হাতের ঘরোয়া রান্নার বেলায়। ম্যাসে এমন ভাবনা ভাবাও দুঃসাধ্য। কিসের রোগ বালাই!! গোগ্রাসে গিলছি আলু। আলুই আলুই আলোকিত চৌকির তলা থেকে কিচেন রুম। সহজ সরল তরকারি হিসেবে আলু ব্যাচেলরদের প্রধান ও একমাত্র পছন্দ।

ম্যাস লাইফে আলু আর পাতলা ডালকে ডিনাই করা নিজেকে বিসর্জন দেয়ার মতো। সেই নিত্যপ্রয়োজনীয় আলু, আমাদের বিপদের একান্ত সরঞ্জাম এই আলু নাকি বুয়ার অখাদ্য!! ডিমের গন্ধ শুকলেই নাকি তার বমি বমি ভাব হয়!!

ম্যাস লাইফে তেলাপিয়া মাছ হয় আমাদের জাতীয় মাছ। খাচ্ছি তো খাচ্ছিই!!! তাও বুয়াকুলের অপছন্দ। কোন দিকে যাই।

সরি বুয়া!! তোমরা যে গুলো দেখলে নাক সিটকাও সেগুলোই আমরা খাই পরম আদরে। ক্ষুধা তাড়াই। জীবন পাড়ি দিই। তোমার মতো পৃথীবির বহুজনের অখাদ্য গুলোই আমাদের তিনবেলার সুখাদ্য।

ব্যাচেলর বলে বাধ্য হয়ে খাই। বাড়িতে হলে হয়তো ভিন্নতা থাকতো আমাদেরও। এখানেই তো জীবন বোধের রহস্য।।

এবার আলু নিয়ে কৌতুক: আলু দিয়ে বারো পদের তরকারি রান্নার পর ভাগিনাকে উদ্দেশ্য করে মামির সপ্রভিত উক্তি, ভাগিনা যা আসলি আনসিজনে। আলুর দিনে তো আসলি না..... !!!

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314898
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
আশাবাদী যুবক লিখেছেন : আসলেই মেস লাইফটা আলুময় হয়
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪২
256085
ঝরাপাতা লিখেছেন : Tai naki Bai? Apnio ki Mass a Thaken.. After all Thanks for Reading and Comment.
314899
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আহারে ভাইয়া! আপনাদের জন্য মায়া লাগছে। :(
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৪
256086
ঝরাপাতা লিখেছেন : খুব বেশি হলে কি আর করবেন? কেঁদে নিজেকে খানিকটা হালকা করুন? এটাই হবে চিরন্তন সান্ত্বনা মোদের জন্য =Happy
314905
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২০
আফরা লিখেছেন : এত ঝামেলার কি দরকার আলো সিদ্ধু করে সাথে স্যালাদ খেয়ে ফেলুন । রান্না বাড়ার ঝামেলা নাই বুয়ার ও দরকার নেই ।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৫
256087
ঝরাপাতা লিখেছেন : বুয়া না এলে তাইতো করি #আফরা আপু (নামের মাধ্যমে ধারনা করা)। ধন্যবাদ আপনাকে
314911
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
egypt12 লিখেছেন : আলু ছাড়া গতি নাই ভাই এটা আমাদের জাতীয় খাদ্য বললেই চলে।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৫
256088
ঝরাপাতা লিখেছেন : জাতীয় খাদ্য!!!! ভালোই বলেছেন ইজিপ্ট ভাই। অসাধারন!!!!!
314915
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৮
256091
ঝরাপাতা লিখেছেন : Crying
314929
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
আবু জান্নাত লিখেছেন : আলু আলু আলু, বালু বালু বালু। এটি কি মানুষে খায়? না ভাইয়া এগুলো প্রবাসীদেরও প্রধান খাদ্য তালিকায়। কি যে করা, বাঙ্গালী মানে আলু কদু। কিযে ঝামেলা। হরেক রকমের আলু খেতে খেতে জীবনটা বিষিয়ে উঠেছে। ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৭
256089
ঝরাপাতা লিখেছেন : প্রবাসেও আলু!! কি বলেন ভাই? কদু অবশ্য ভালো তরকারি। চালিয়ে যান। সময় পেলে বাংলাদেশটা একটু ঘুরে যাবেন। দাওয়াত রইলো।
১৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪২
256120
আবু জান্নাত লিখেছেন : আরে ভাইয়া আমিতো বাংলাদেশী, দাওয়াত দিতে হবে কেন? প্রতি বছর বাড়িতে যাই। ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১১
256159
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
314950
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : ম্যাচ আর প্রবাস জীবন, জেন ভাইভাই।। ভালো লাগলো পড়ে,,,
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪৮
256090
ঝরাপাতা লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ। প্রবাসে থেকেও ম্যাস। দারুন কম্বিনেশন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File