বাংলাদেশের ক্রিকেটকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেয়া হোকঃ
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩২:১৮ রাত
বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী জুট মিল ক্রমাগত লোকসানের কারনে বন্ধ করে দেয়া হলো।
:
একাধিক রাষ্ট্রয়াত্ব ব্যাংক লোকসানের কারনে প্রাইভেটাইজন করা হয়েছে বিভিন্ন সময়ে।
:
....বিমান, বীমা.... এরকম ভুরি ভুরি উদাহরন দেয়া যেতে পারে যেসব সরকারি প্রতিষ্ঠান লোকসানের কারনে হয় বন্ধ করতে হয়েছে আর না হয় ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে।
:
ক্রমাগত ব্যর্থতা ও বহিঃবিশ্বে আমাদের সম্মানহানীসহ প্রচুর পরিমানে আর্থিক লোকসানের কারনে বাংলাদেশ ক্রিকেট দলকেও প্রাইভেটাইজন করা হোক। সম্ভব না হলে ক্রিকেট বাদ দিয়ে হাডুডু (কাবাড়ি) খেলায় বিনিয়োগ করা হোক।
:
আমরা আমাদের টাকায় ক্রিকেটের নামে কতিপয় খেলোয়াড় নামধারীদের প্রমোদ ভ্রমন আর চাই না।
:
(বিঃদ্রঃ প্রাইভেট সেক্টরে গেলে যে কোন প্রতিষ্ঠান যেহেতু কোন এক অজানা কারনে প্রফিটেবল হয়। দেখিনা ক্রিকেটটা এ সেক্টরে ভালো করে কিনা?)
বিষয়: বিবিধ
৮৭৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্রিকেট টিম জিতুক-হারুক বিসিবির নবনির্বাচিত সহসভাপতি অস্থায়ি(!) কক্সবাজার ষ্টেডিয়াম এর বিল ও পেয়ে গেছেন। এবং ইতমধ্যে তার এক অংশ ভেঙ্গেও পড়েছে!!!
মন্তব্য করতে লগইন করুন