প্রতিভার দাম নাই

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ৩১ আগস্ট, ২০১৪, ১১:১৯:৩৯ রাত

সুন্দর মন, প্রতিভা কিংবা আন্তরিকতার কোনই মূল্য নেই কারো কাছে। এগুলো দিয়ে বড় জোর হাততালি পাওয়া যেতে পারে, ভালোবাসা নয়।

॥॥॥॥॥॥

ভালোবাসা পেতে হলে দেহ'র সাথে টাকাও থাকতে হয়। প্রেম প্রনয় ভালোবাসা এবং বন্ধুত্বের সাথে এ দুটি বস্তুর এক অদ্ভুদ কম্বিনেশন।

॥॥॥॥॥॥

গান গাওয়া, ছবি আঁকা, গল্প কবিতা লেখা, আব্রিতি, অভিনয় ইত্যাদি এখন ব্যাকডেটেড কাজ। ক্রিয়েটিভ এসব গুনের কদর কেউ আর করেনা। সবাই কেবল বিপরীত ক্ষিঙ্গের কথিত সব ক্রেজি লোক খোঁজে। মর্ডান ফ্যাশন এন্ড প্যাটানে পটাতে ওস্তাদ!!

॥॥॥॥॥॥॥

টাকা আর দেহের কাছে সবই তুচ্ছ অথবা পরাজিত। অবশেষে আজ বিষয়টি আক্ষরিক অর্থে বুঝিতে পারিলাম। অতঃপর হতাশ হইলুম।

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260212
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৫
কাহাফ লিখেছেন : প্রতিভার মুল্য আছে,তবে তা প্রস্ফুটিত করতে হবে।
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
204055
হতভাগা লিখেছেন : আপনি যেভাবে প্রতিটা পোস্টে প্রথম কমেন্ট কারী হওয়া শুরু করে দিয়েছেন তা আমাকে ব্লগার চোথাবাজ , গেরিলা ও সুশীলের কথাই মনে করিয়ে দিচ্ছে।
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১১
204080
ঝরাপাতা লিখেছেন : প্রস্ফুটিত হতে হবে ভালো কথা কিন্তু পেশা হিসেবে এসব পজেটিভ গুন গুলো না নিলে কি মুল্যায়নহীন হবে মানুষ???
260242
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
মামুন লিখেছেন : জীবনের প্রতিটি ক্ষেত্রেই চড়াই-উতরাই থাকবেই। হতাশা একটি বিষ ব্যাধি। যারা প্রতিভার চেয়ে টাকার মূল্য বেশী দেয়, এরা বোকার স্বর্গে বাস করছে। তবে আপনার কথা বাস্তবতার নিরিখে সত্য। এতে একটু মন খারাপ অনুভূতি এলেও , হতাশাকে স্থান দেয়া যাবে না।
ভালো লেহেছে আপনার লেখাটি।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
204081
ঝরাপাতা লিখেছেন : হতাশ তো নয়ই বরং উচ্চসিত!!! অথবা কিছু বাস্তবতা লিখলাম আর কি মামুন ভাই।
260245
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
আল সাঈদ লিখেছেন : সত্য কথন।
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৪
204082
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ
260251
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৪
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : কঠিন বাস্তব সত্য কথন! তবে হতাশ হয়ে বসে থাকলে চলবে না। পিছনে না থাকিয়ে এগিয়ে চলুন সম্মুখপানে......
260343
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
মামুন লিখেছেন : " হতাশ তো নয়ই বরং উচ্চসিত!!!"- শুনে খুবই ভালো লাগলো ভাই @ ঝরাপাতা।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File