প্রতিভার দাম নাই
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ৩১ আগস্ট, ২০১৪, ১১:১৯:৩৯ রাত
সুন্দর মন, প্রতিভা কিংবা আন্তরিকতার কোনই মূল্য নেই কারো কাছে। এগুলো দিয়ে বড় জোর হাততালি পাওয়া যেতে পারে, ভালোবাসা নয়।
॥॥॥॥॥॥
ভালোবাসা পেতে হলে দেহ'র সাথে টাকাও থাকতে হয়। প্রেম প্রনয় ভালোবাসা এবং বন্ধুত্বের সাথে এ দুটি বস্তুর এক অদ্ভুদ কম্বিনেশন।
॥॥॥॥॥॥
গান গাওয়া, ছবি আঁকা, গল্প কবিতা লেখা, আব্রিতি, অভিনয় ইত্যাদি এখন ব্যাকডেটেড কাজ। ক্রিয়েটিভ এসব গুনের কদর কেউ আর করেনা। সবাই কেবল বিপরীত ক্ষিঙ্গের কথিত সব ক্রেজি লোক খোঁজে। মর্ডান ফ্যাশন এন্ড প্যাটানে পটাতে ওস্তাদ!!
॥॥॥॥॥॥॥
টাকা আর দেহের কাছে সবই তুচ্ছ অথবা পরাজিত। অবশেষে আজ বিষয়টি আক্ষরিক অর্থে বুঝিতে পারিলাম। অতঃপর হতাশ হইলুম।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেহেছে আপনার লেখাটি।
জাজাকাল্লাহু খাইর।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
মন্তব্য করতে লগইন করুন