কুলষিত রাজনীতি

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৯ আগস্ট, ২০১৪, ১২:৩২:১০ রাত

ভালো মানুষ গুলো যদি রাজনীতি থেকে বিমুখ হয়ে যান ক্ষুদ্ধ হয়ে কিংবা অভিমানে। সচেতন মানুষ গুলোকে যদি কৌশলে রাজনীতি থেকে দুরে

সরিয়ে রাখা হয়! তবে দেশ

যাবে কোথায়-----?

######

আজ যার শিকার কন্ঠ শিল্পী ন্যান্সী, মনির খান, বেবী নাজনীন, আসিফ আকবরসহ বিভিন্ন পেশার গুনীজনেরা।ক্ষমতার পালা বদলে কাল আবার এরই শিকার হবে মামুনুর রশিদ, আসাদুজ্জামান নুর, মমতাজ. এটিএম শামসুজ্জামানসহ গুনী লোক গুলো!!

#####

তবে কি বিশিষ্ট্য পেশাজীবিদের রাজনৈতিক মতাদর্শ গ্রহন-বর্জনের কিংবা মত প্রকাশের অধিকার নেই?? কিন্তু এসব গুনীজনদের কাছেই তো আছে দেশকে এগিয়ে নেবার মুলমন্ত্র।

বিষয়: রাজনীতি

১০৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255724
১৯ আগস্ট ২০১৪ রাত ১২:৪০
মামুন লিখেছেন : যতদিন পর্যন্ত এই গুণীজনেরা নির্দিষ্ট দলের লেজুড়বৃত্তি না ছাড়বে, ততোদিন এরা নির্যাতনের শিকার হবেই। আপনি নিজেই এদেরকে দুই ভাবধারায় বিভক্ত করলেন, ক্ষমতার পালাবদলের ছক টেনে। আসলে এরা নির্দিষ্ট কোনো দলের না হয়ে দেশের তথা আমাদের আমজনতার হওয়া উচিত ছিল। তা তারা হতে পেরেছেন কি? এই পরিবর্তিত পরিস্থিতিতে সেটি সম্ভবও নয়। ধন্যবাদ আপনার লেখার জন্য। Happy
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৪৯
199356
কাজি সাকিব লিখেছেন : Applause Applause Applause
255745
১৯ আগস্ট ২০১৪ রাত ০১:৫৩
কাজি সাকিব লিখেছেন : মামুন ভাইয়ের সাথে একেবারেই সহমত! এই কিছুদিন আগেও বিভিন্ন পেশাজীবিরা এভাবে রাজনৈতিক ধারায় বিভক্ত ছিলেন না যেমনটা আজ হচ্ছে! দোষটা সেসকল তথাকথিত গুণীজনদেরই যারা নিজেদেরকে ক্ষমতায় আরোহন করাতে যেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পা চাটায় লিপ্ত হয়েছে! ন্যায়ের পক্ষে অবস্থান অনাকাংক্ষিত নয় তবে শুধুমাত্র ক্ষমতায় থাকার লোভের বশবর্তী হয়ে কোন ন্যায়-অন্যায়ের বাছ-বিচার না করে কোন দলের লেজুরবৃত্তি কোনদিনই কাম্য নয় তাও আবার সে সকল পেশাজীবি প্রতিষ্ঠানের চেয়ারে বসেই!
255785
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৭
কাহাফ লিখেছেন : এই সব গুণী নামক প্রাণীদের কারনেই সমাজ আজ কলুষিত..........।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৪২
199696
ঝরাপাতা লিখেছেন : তাহলে দেশটাকে তুলে ধরবে কারা?? রাজনীতিই বা কাদের জন্য ভাই??
255807
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:১২
হতভাগা লিখেছেন : ১৯৯৫ পর্যন্তও জানতাম না যে কোন অভিনেতা- অভিনেত্রী কোন দল করেন ।

এটা প্রকট ভাবে লক্ষ্য করলাম ১৯৯৬ এ যখন ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে ।

তখন বুঝলাম যে আমাদের বাকের ভাই আওয়ামী লীগ করেন , শমী কায়সার আওয়ামী লীগ করেন । ফেরদৈসী মজুমদার , হাসান ইমাম , আলি যাকের সহ প্রায় সব জাঁদরেল অভিনেতা-অভিনেত্রীরাই আওয়ামী মনষ্ক । শুধু কে.এস ফিরোজ , আরিফুল হক , খুরশীদুজ্জামান উতপল - এই গুটি কয়েকজন বিএনপি মনষ্ক !

পরে ২০০১ এ যখন বিএনপি আবারও এল তখন দেখা গেল ছোট ছোট রোল করা অভিনেতা বাবুল বড় নেতা , এমন কি খল নায়ক রাজিবও বিএনপি করেন ।

সত্য বলতে কি , এরশাদের আমলে প্রচুর ভাল ভাল নাটক হয়েছে বিটিভিতে । সংশপ্তক , বহুব্রীহিতে বাংলাদেশের সেরা নাট্যাভিনেতারাই অভিনয় করেছিলেন সে সময়ে । তখন দল নিয়ে এরকম রেষারেষি কখনও শুনিনি ।

এমনকি বিএনপির ১৯৯১-১৯৯৬ আমলেও বর্তমান আওয়ামী মন্ত্রী আসাদুজ্জামান নূরে '' কোথাও কেউ নেই '' খুব ভাল চলেছিল । আসাদুজ্জামান নূরেরা আওয়ামী লীগ করেন বলে তাদেরকে বসিয়ে রাখতে হবে - এরকম মনোভাব তখন ছিল না ততকালিন শাসকদের । দলমত নির্বিশেষে সবাই মন দিয়ে পারফরম করতেন সে সময় । প্রায় নাটকই ছিল মনে রাখার মত ।

কিন্তু ১৯৯৬ এর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি পন্থীদের দূরে সরিয়ে দেওয়া হল । যেটার ধারা পরবর্তীতে বিএনপি চালু রেখেছিল ।
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৫৩
199653
বুড়া মিয়া লিখেছেন : পারফেক্ট অবজার্ভেশন
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৪৩
199699
ঝরাপাতা লিখেছেন : তত্ত্ব ও তথ্যবহুল লেখার জন্য অসংখ্য ধন্যবাদ
255810
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৬
ঝরাপাতা লিখেছেন : অসংখ্য ধন্যবাদ সবাইকে যৌক্তিক মন্তব্য করার জন্য।
256098
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৫৩
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
256102
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File