পাখি'রে তুই

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২২ জুলাই, ২০১৪, ০২:৫২:৪৯ দুপুর

খুব বেশিদিন আগের কথা নয়, রাস্তায় কোন যুবতী মেয়ে চলতে দেখলে বখাটেরা

চাব্বিশটি দন্ত বের করে ফোঁডন কাটতো ঐ দেখ মাল যায়। এরপর বেশ কিছুদিন পাখি শব্দটির প্রচলন ছিলো। উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য কিংবা ইভটিজিং এর শিকার হতো

আমার মা বোনেরা। নানামুখী উদ্যোগ ও আইনের কারনে ইভটিজিং নামের সামাজিক ব্যাধি কমতির দিকে থাকলেও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আবার আলোচনায় পাখি শব্দটি!!! উভয় ক্ষেত্রে ভুক্তভোগী আগেরটিই থাকলেও উদ্দেশ্য ভিন্ন।

#########

পাখি ড্রেস, জামা; পাখি স্যান্ডেল, পাখি শাড়ি-লুঙ্গি, পাখি চুড়ি-লিপিস্টিক!!! কি নেই মার্কেটে? পাখির নাম দিলেই সবই হিট। ভারতীয় বস্তা পঁচা সিরিয়াল বোঝেনা সে বোঝেনা'র পাখি

নামের নাবালিকা চরিত্রের

মেয়েটির যাবতীয় বেশ ভুষার অনুকরনে বাংলাদেশে তুমুল জনপ্রিয় তৈরি সব বসনা বিলাস।বেজায় হিট!!

#########

সিরিয়ালের ঐ মডেলকে শাড়ি পরতে দেখা না গেলেও বাংলাদেশে পাখি শাড়ির কাটতিও বেশ। পাখির অনুসঙ্গ না হয়েও বিভিন্ন প্রসাধনীর বাজারও রমরমা। বেশ কয়েকজন সেলসম্যানের সাথে আলাপকালে জানা গেছে অদ্ভুদ সব তথ্য ও তত্ত্ব। অপেক্ষাকৃত অঁচল কিছু বা যে কোন পন্যের নাম পাখি দিলেই হুহু করে বেড়ে যায় চাহিদা। সাথে দামও। বেহিসেবি ললনারাও কিনছে বাপের কিংবা স্বামীর টাকার বলিদানে। পিচ্চি থেকে বুড়ো সবার যেন একই শংকা পাখি ড্রেস আপ না হলে যেন ঈদ হবে না।পুর্নতা পাবে না আনন্দ।

ছোট বড় সবার আবদার কেবই পাখি!!!

########

ভারতীয় চতুর্মুখী আগ্রাসনে বাংলার চলচ্চিত্র, ড্রয়িংরুম, টিভি, পোশাক, শিল্প, সংষ্কৃতি, ব্যবসায় বানিজ্য, জল, স্থল, প্রায় কিছুই এক অদৃশ্য মায়াজালে নিজেদের অনুকুলে নেবার পর তারা এবার নেমেছে আমাদের আবেগ চিনিয়ে নেবার খেলায়। উন্মুক্ত আকাশ সংষ্কৃতির এক পক্ষীয় লেনদেনের প্রভাবে ভারতের বস্তা পঁচা সিরিয়ালের কল্যানে পাখিরা আমাদের দেশে জনপ্রিয়তা পেলেও আমাদের দেশের কথিত বস্ত্র ব্যবসায়ীরাও ভীষন দায়ী আমাদের আবেগ নিয়ে খেলার জন্য। তারা আমাদের নিজস্ব সংষ্কৃতির চরিত্র নিয়ে পোশাক বানাতে পারেনা। তাদের চোখ পড়ে বাংলা ছবি কিংবা নাটকের দীঘি কিংবা অতসীদের। তাদের চোখ যায় কেবল দাদাদের দরবারে।

#######

ভারতীয় অপসংষ্কৃতির দোহাই দিয়ে আর কতো চলবে আমাদের আবেগ কেড়ে নেবার অদ্ভুদ খেলা? মিথ্যে মরিচিকার পেছনে আর কতো ধাবিত হবো আমরা কিংবা আমাদের বসনা বিলাসরা!

######

নিজ আবেগ আবেগ আর দেশীয় সংষ্কৃতি কৃষ্টি কালচার বিকিয়ে দিয়ে আর কতো নিচু হবো আমরা? নিজস্বতায় পঁচন ধরতে তবে আর কতোটুকু বাকি! ওহে বঙ্গ সমাজ-----------

####

২২.০৭.১৪ইং

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247145
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৬
বুড়া মিয়া লিখেছেন : পাখিরে তুই দূরে থাকলে মন আমার ..... থাকে না!
এরকম অবস্থা মনে হচ্ছে ...
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৪
191929
ঝরাপাতা লিখেছেন : দারুন অন্তঃমিল!!
ধন্যবাদ
247146
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৭
দিশারি লিখেছেন : ভালো তো। দাদাদের দেয়া তোহফা দুর্গন্ধ হলে ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File