জনতাই সাকিব বানায়, জনতাই শুন্যে নামায়::
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৬ জুলাই, ২০১৪, ০১:০৭:২১ রাত
বাংলাদেশ ক্রিকেট দলে বহুমুখী চরিত্রের অধিকারী সাকিব আল হাসান। স্বল্পতেই পেয়েছেন যশ, খ্যাতি, অর্থ, সম্পদ, সম্মান। পেয়েছেন বিশ্ব সেরার সম্মানও। পাশাপাশি অবিবেচকীয় আচরনের জন্য ক্যারিয়ার জুড়ে হয়েছেন বিতর্কিতও।
অহংকার পতনের মুল। এ চিরন্তন বাক্যটি টি ভুলে গিয়ে তিনি সবসময় ধরাকে সরা জ্ঞান করছেন। কাউকেই যেন মানুষ মনে করছেন না তিনি।ইতিপুর্বে বেশ কয়েকবার তার অবিবেচনা প্রসুত আচরনে হয়েছেন অচ্ছুত।আর্থিক জরিমানার পাশাপাশি পেয়েছেন শাস্তিও।ইদানিং কালে মানছেন না কোন নিয়ম কানুনও।ক্রিকেট বোর্ডকে করছেন থোড়াই কেয়ার।
ঠিক কতোটুকু নৈতিক অধঃপতিত হলে একজন ক্রিকেটার নিজ দেশের হয়ে না খেলার হুমকি দিতে পারেন!! তিনি তো এদেশেরই সন্তান। এ দেশের ষোল কোটি প্রান তাকে আজকের এ অবস্থানে বসিয়েছে। আজ সেই সাকিব দেশের সাথে বেইমানি করছেন!!
পতিত পুরুষ হিসেবে কালের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চান কেন তিনি?? করুনা হয় এসব অহংবোধের জন্য।যারা তাকে সাকিব আল হাসান বানিয়েছেন তাদেরই তিনি পায়ে ঠেলে ঔদ্বত্য ছড়িয়েছেন।
প্রসাধনের ব্যবসা, বিজ্ঞাপন, বিভিন্ন দেশে লীগ নিয়ে ব্যস্ত। হয়তো পেতে পারেন নামি কোন দেশের হয়ে খেলার প্রস্তাবও। যাই হোক না কেন তার এমন দেশপ্রেমহীন আচরনে পুরো জাতিই হতাশ।
সাকিবের ঔদ্বত্যপুর্ন আচরনের বিষয়ে বিসিবি সভাপতির কঠোর অবস্থান কে স্বাগত জানাই। উদীয়মানদের জন্য এটি শিক্ষনীয় হবে।আশা করি সাকিব তার প্রাপ্য বুঝে পাবেন মঙ্গলবারে।
সাকিবকে বলতে চাই, তুমি ছাড়াও বাংলাদেশ ক্রিকেট খেলবে।তোমার মতো শত শত সাকিব তৈরি করবে দেশ। বখে যাওয়াদের মতো তুমিও নিক্ষেপ হবে কালের গহ্বরে। তুমি কখনোই অপরিহার্য নয়। তোমার বিদেশ প্রেমের বিপরীতে স্বদেশ প্রেমের অপ্রতুলতা ক্ষমা যোগ্য নয়।
তুমি দেখো- শচীন, লারা, সৌরভ, ওয়াসিম, সাঙ্গাকারসহ বিখ্যাত ক্রিকেটারদের। তারাও তো বোর্ড কোচের অধীনে ছিলেন। খেলেছেন।
সবশেষে বলি, ক্রিকেট আমাদের রক্তে মিশে গেছে। আমাদের আত্মা। গর্ব। তা নিয়ে কাউকে স্বেচ্ছাচারী করতে দেয়া হবে না। সে যতো বড় স্টারই হোক না কেন!!
মনে রাখবে, জনতাই তারকা বানায়। সাকিব বানায়।আবার শুন্যেও নামায় জনতা।
০৫.০৭.২০১৪ইং
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাকিবের সাথে আওয়ামী জানোয়ার রা কি আচরণ করছে তা কি জানেন? আওয়ামী গোয়ার রা যে ফুটবল আর ক্রিকেটকেও ধ্বংস করে দিয়েছে তা কি জানেন?
সাকিবের গায়ে জোর করে আওয়ামী ছাপ্পর না দিতে পেরে তাকে কতটুকু অপমান করা হয়েছে জানেন?
বাংলাদেশের জাতীয় দল বলতে কিছু নেই সব কুত্তা লীগ বানানো হয়েছে।
রাজনীতির নামে নোংরামি কোথায় নেই বলেন?? সে বিষয়ে পরে লিখবো।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন