এক আন্না হাজারের কাছে পরাজিত ভারত সরকার
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:০১:৫৫ রাত
এক আন্না হাজারের কাছে পরাজিত ভারত সরকার। দীর্ঘ দিনের দুর্নীতি বিরোধী অনশনের জয় হলো। দুর্নীতির বিরুদ্ধে আইন করতে বাধ্য
হলো লোকসভা।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন
নামে পুরো একটি সংস্থা আছে। নখ
দন্তহীন এ কমিশন সবময়ই সরকারের আজ্ঞাবহ থাকে। এ কমিশন থাকা সত্ত্বেও আমরা দুর্নীতিতে প্রথম দিকে থাকি।
আমরা বাংলাদেশীরা সর্বক্ষেত্রে ভারতের উপমা দিতে ওস্তাদ। গনতন্ত্র কিংবা দেশ শাসনের ক্ষেত্রে ভারতের মডেল ফলো করতে পারিনা।আমাদের দুর্নীতি দুর হয় না।
"" আমাদের দেশে আন্না হাজারে মতো লোক নেই।
"" আমাদের মন্ত্রীরা রেল দুর্ঘটনায় শত শত মানুষ মারা গেলেও পদত্যাগ করেনা।
""" দুর্নীতি দমন কমিশন থাকলেও
দুর্নীতি রোধ হয় না।
""" দুর্নীতির দায়ে মন্ত্রীরা পদত্যাগ করেন না। তাদের জেল বা শাস্তি হয় না।
""" শত শত মানুষ মারা গেলেও
ক্ষমতা ধরে রাখি।জ্বালাও পোড়াও করি।
""" হাজারো সমস্যার স্রিষ্টিকারী হয়েও আমরা দেশপ্রেমিক সাজি। দেশের সেবা করি।
আজ এ বর্তমান সময়ে একজন
বাংলাদেশী আন্না হাজারীর প্রচন্ড অভাব বোধ করছি। সত্যিকারের দেশপ্রেমিকের বড়ই প্রয়োজন দেশে। যার হাত ধরে সকল দুর্নীতি ও অপশাসন রুখবো আমরা বীরের
জাতি।
সম্ভাব্য আগুয়ান হে মহান বীর তোমাকে সু স্বাগতম.......
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন