বিচারের বানী নিভৃতে কাঁদে
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০২ মে, ২০১৩, ০৪:৩৯:৪১ বিকাল
বিচার আমরা কোন কালেই পাই নি। এখনো পাবো না। কোন দিনই পাবো না। সরকার পরিবর্তন হলেও পাবো না।বিডিআর হত্যাকান্ড, শেয়ার মার্কেট, ডেসটিনি, হলমার্ক কেলেংকারী, তাজরিন গার্মেন্টস, বিসমিল্লাহ গ্রুপ, রাজনৈতিক গণহত্যা, রেলের কালো বিড়াল, পদ্মাসেতু, সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি, কোনটারই আমরা বিচার পাইনি। তদন্ত কমিটি নামের এক অদ্ভুদ খেলার আড়ালে আমাদের বারবারই আশাহত হতে হয়েছে। আলোর মুখ দেখেনি কোন তদন্তের ফলাফল। অপরাধীরা প্রশাসনের হাতে বন্দী থেকেও হুমকি দেয় আমাদের। রাজনেতিক পরিচয়ে বারবার অপরাধীরা পার পেয়ে যায়। আবারই তারা স্বরুপে ফিরে আসে দম্ভের আধিক্য নিয়ে। সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের খোলসও পরিবর্তন হয়ে যায়। সকল দলই তাদের লাল গালিচা দিয়ে বরণ করে। ফুল ছেটায়। ক্ষমতা প্রয়োগের উন্মুক্ত লাইসেন্স দেয়া হয় তাদের ।রাজনৈতিক খুঁটির জোরে তারা মেতে ওঠে অশূভ সব খেলায়। আমরা জনগন রাজনীতির ময়দানে কেবলই বলিদান করি নিজেদের। নিজের কাছের কাউকে। প্রতিবাদের ভাষা যেন ফুরিয়ে গেছে আমাদের মন থেকে। কোন ঘটনা ঘটার পর বেশ কয়েকদিন আলোচনা-সমালোচনা কিংবা হুঙ্কার প্রয়োগ করেই থেমে যাই। কিছুদিন পর ঠিকই ভুলে যাই। আমাদের রক্ত আর লাশের উপর নৃত্য করে তথাকথিত এলিট শ্রেণির কতিপয় উজবুক।মধ্যরাতে গলাফাটায় দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে। কিন্তু কি পেয়েছি আমরা জনগন যাদের বাস সমাজের সবচেয়ে নিচু স্তরে। দিন এনে দিন খাই। বদ্ধ ঘরে কাজ করি কাক ডাকা ভোর হতে মধ্য রাত পর্যন্ত। মাস শেষে পারিবারিক বাজেটের কাটছাট করে চালিয়ে নিই কোন মতে। কিন্তু বারবারই হেরে যই জীবনের খেলায়। কিন্তু এভাবে আর কতো কাল শোষিত হবো আমরা খেটে খাওয়ার দল। জেগে ওঠা কি আমদের হবে না?
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন