বরেণ্যদের জীবন থেকে-১

লিখেছেন লিখেছেন নামের কী দরকার ০৮ আগস্ট, ২০১৩, ০৮:১৯:১০ রাত

শায়খ মুহাম্মদ ইবন সালেহ আল উসাইমিন (রহ) এর বাড়িতে একদিন বাদশা খালিদ উপস্থিত হলেন। শায়খের বাড়ির অবস্থা দেখে বাদশা তাঁর জন্য একটি নতুন বাড়ি বানিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করলেন।

শায়খ তাঁকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘আমি সালিহিয়ায় (একটি জেলার নাম) ঘর নির্মাণ করছি। তবে মসজিদ ও চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক সাহায্যের প্রয়োজন আছে।’

বাদশা চলে যাওয়ার পর লোকেরা বলল, আপনি সালিহিয়াতে তো কোন ঘর নির্মাণ করছেন না।

শায়খ উসাইমিন (র) বললেন, ‘কবরস্থান কি সালিহিয়াতে নয়?’

(আদ দুরুস সামিন , ২১৮)

কালকে ঈদ। আমরা হয়ত ঘর সাজাতে ব্যস্ত। আসল ঘরের কথা যেন ভুলে না যাই।

ঈদ মোবারক।

বিষয়: বিবিধ

১৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File