আদর্শবান ও সৎ মানুষদের আতঙ্কে কুটকৌশলে আওয়ামীরা ।

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৫ জুলাই, ২০১৩, ০১:৪০:৪০ দুপুর



বাংলাদেশ জামাতে ইসলামী দেশে নিজেদের আমেজকে ইসলামের আদর্শের আদলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আপামর জনগণের সহানুভুতি ও সমর্থন লাভে সমর্থ হয়েছে যা তাদের কর্মকান্ডের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে।

আর এর বিপরীতে আওয়্মীরা তাদের নিজেদেরকে ফেরাউন, আবু জেহেল, আবুলাহাব এবং নমরুদের ভুমিকায় তাদের উত্তম উত্তরসুরী হিসাবে সবার কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বিশেস করে হেফাজতে ইসলামীদেরকে শাপলা চত্বরে যে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামীরা তা সকল মানুষের হৃদয় স্পর্শ করেছে।

তাই জামাতকে নির্মূল করার জন্য আওয়ামীরা সেই ফেরাউন, আবু জেহেল, আবুলাহাব এবং নমরুদের অনুসৃত পথে হেটেও যখন তাদেরকে কোন অবস্থায় দমন করতে পারছে না তখন তারা বেছে নিয়েছে সর্বশেষ কুটকৌশল আর তা হলো এদেরকে ভোটের মাঠ থেকে দুরে রেখে নিজেদের ফায়দা হাসিল করা।

আর এই ভমিকায় বর্তমান আওয়ামী আজ্ঞাবাহী ইসির মত এক অর্বাচীন লোককে ব্যবাহার করা হচ্ছে। জামাতীদের নিবণ্ধন বাতিল এবং যারা ট্রাইবুনালে দোষী সাব্যস্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ইত্যাদি ইত্যাদি।

এতে একটা বিষয় প্রমাণ হয়ে গিয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আদর্শ বা রাজনৈতিকভাবে মোকবিলার ক্ষমতা আওয়ামীদের নেই। আরো প্রমাণ হয়ে গিয়েছে জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামীদের পরাজয়ের বড় কারণ হতে পারে কারণ হেফাজতী ও ইসলামী মনোভাবাপন্ন অনেক সংগঠন এখন জামাতকে সমর্থন করে।

আর আমরা দেখে আসছি যারা আদর্শবান সৎ এবং যোগ্য তাদের পিছনে আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে এরই দরুণ তারা করুণ পরিণতি বরণ করতে যাচ্ছে।

আওয়ামীরা ইসির মাধ্যমে যে ছক আটছে তা কতখানি বাস্তবে উভয় দলের পক্ষে ও বিপক্ষে কতটুকু ভুমকা রাখবে তাই এখন দেখার বিষয় ।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File