এরপরও কেন জানি আমরা ভুলে যাই...
লিখেছেন লিখেছেন আইডেন্টিটি ২১ মার্চ, ২০১৩, ০৪:৪৯:২১ বিকাল
**গতকাল চলে গেলেন সেক্যুলার রাজনীতিক বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
**তারও কিছুদিন আগে চলে যান জাঁদরেল বাম রাজনীতিক ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ।
**গতবছর আরো চলে গিয়েছেন বিশ্বনন্দিত প্রযুক্তিবিদ স্টিভ জবস্।
**অতিসম্প্রতি চিরবিদায় নিয়েছেন ডান আদর্শের রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতী ফজলুল হক আমিনী।
.
.
.
.
.
**গত দুই সপ্তাহে রাজনৈতিক সংঘর্ষে বাংলাদেশ থেকে না ফেরার দেশে চলে যান দেড়শতাধিক ব্যাক্তি।
**প্রতিদিন বিভিন্ন দূর্ঘটনায় বাংলাদেশ থেকে চলে যান গড়ে পাঁচ থেকে দশ জন ব্যাক্তি।
**ইরাক-পাকিস্তান-সিরিয়া থেকে প্রায় প্রতি সপ্তাহেই গড়ে পঞ্চাশ জন সাধারণ মানুষ হারিয়ে যায়।
**ফিলিস্তিনে বছরের পর বছর ধরে অসংখ্য মুক্তিকামী মানুষ চিরদিনের মত পৃথিবী থেকে মুক্তি পেয়ে যাচ্ছে।
**আফ্রিকায় অনাহারে-দূর্ভিক্ষে কতমানুষইতো চিরদিনের মত ক্ষুধার হাত থেকে মুক্তি পাচ্ছে।
বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন বয়সের হাজারো মানুষ, কিন্তু সবারই চূড়ান্ত গন্তব্য একটাই। আজ হোক দুদিন পরে হোক সবাই সেখানে চলে যাচ্ছে। আমাদেরকেও সেখানেই যেতে হবে এটাই নির্মম বাস্তবতা। কিন্তু এসব দেখেও কেন জানি আমরা ভুলে যাই আমাদের গন্তব্য! আর এই ভুলে যাওয়ার ফলাফলই হচ্ছে প্রতিদিন আমাদের দ্বারা ঘটে যাওয়া ছোট-বড় অসংখ্য অপরাধ। যা সামষ্টিকভাবে একত্রিত হয়ে অনেক বড় হয়ে উঠে আর পৃথিবীতে জন্ম দেয় বড় বড় অন্যায়, অবিচার, দূর্নীতি সহ যাবতীয় বৈষম্যের।
হযরত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, এক লোক রাসূল(স) কে প্রশ্ন করলেন “লোকদের মধ্যে অধিক বুদ্ধিমান, জ্ঞানী ও সতর্ক ব্যক্তি কে?” রাসূল(স) উত্তরে বলেন, “লোকদের মধ্যে যারা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং তার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ও হুঁশিয়ার লোক। তারাই পৃথিবীতে সম্মান ও পরকালে মর্যাদা উভয়েই লাভ করে।”
বিষয়: বিবিধ
১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন