আমরাও চাই একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেখানে বাঙ্গালী, অবাঙ্গালী বলে কিছু থাকবে না!

লিখেছেন লিখেছেন বিমুগ্ধ রজনী ০৬ জুলাই, ২০১৪, ০১:৫০:৫০ রাত

হে রাঙামাটি, খাগড়াছড়ি বাসী! তোমরা ক্যান রাজাকারের নিউ ভার্সন এই দুই মহিলাকে মারতে গেলা? দ্যাখছ! তোমাদের দিকে ক্যাম্নে তাকাইছে! তোমরা কি নীলফামা্রী থেকে কিছু শিক্ষা নাও নাই?



এই ভূমি তোমাদের! এই দেশ তোমাদের! এই দেশ তোমাদের বাপ-দাদার! এই দেশ তোমাদের পূর্ব পুরুষদের! কিন্তু তবুও নিজ ভূমে আজ পরবাসী তোমরা! তোমাদের পক্ষে কথা বলার কেউ নাই আজ! পদে পদে তোমাদের মৌলিক অধিকার লংঘিত আজ! প্রতিনিয়ত চাঁদাবাজি আর অস্রের জোরে যারা মানুষ মেরে যাচ্ছে, তাদের পক্ষেই মানবতা আজ প্রসব বেদনায় কাতর! তাদের সাথেই নাকি শান্তি চুক্তি হতে হবে! অস্রবাজের সাথেই শান্তি চুক্তি!অস্র বাজের পৃষ্ঠপোষকরা ঢাকায় থাকে মন্ত্রীর পদ মর্যাদায়! কি সেলুকাস!

পিছিয়ে পরা জনগোষ্ঠীদের চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা আছে। প্রিয় রাঙামাটি, খাগড়াছড়িবাসী তোমরা যারা পাহাড়ি বাংলাদেশী তোমরা তো পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নাও! ঢাকা থেকে তোমাদের সব মৌলিক অধিকার সরকার পূরন করে! তবে তোমাদের জন্য কোটা থাকবে ক্যান?

আজ সব শকুনের চোখ ওই এক দশমাংশ জায়গায়। এভাবে চলতে থাকলে পূর্ব তিমুর হতে হয়তো আর বেশি দিন লাগবে না! আওয়ামী সরকার ৯৬’এ শান্তি চুক্তি করে হয়তো বুঝতে পেরেছে এ কাজটা ঠিক হয়নি। তাই তারাও আজ সময় ক্ষেপণ করছে চুক্তি বাস্তবায়নে। এ নিয়ে বাহিরের অনেক প্রেশার আছে, সে প্রেশার সরকার কতক্ষণ সহ্য করতে পারে, তাই দেখার বিষয়।

হে রাঙামাটি, খাগড়াছড়ি বাসী, বাংলাদেশের দুই মেগা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকলে তোমাদের হবে না, কেননা তারা এখন ক্ষমতায় টিকে থাকা বা ক্ষ্মতায়নের জন্য বিদেশী প্রভুদের যে কোন কিছুতেই রাজী হয়ে যাবে! তোমাদের সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে।

তোমাদের মতো আমরাও চাই একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। যেখানে বাঙ্গালী, অবাঙ্গালী বলে কিছু থাকবে না। একই টেরিটরির ভেতর আমাদের সবার পরিচয় হবে একটাই আমরা বাংলাদেশি। আমরা সবার সাথে কাঁধে কাঁধ রেখে চলতে চাই। আমাদের আনন্দ বেদনা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। কিন্তু আধিপাদ্যবাদীসহ সুলতানা কামাল, খুশী কবিরদের মতো এদেশীয় নব্য রাজাকারদের স্মরণ করিয়ে দিতে চাই, এদেশ ৩০ লাখ শহীদের রঙে রঞ্জিত! আমরা আর কোন রক্তপাত চাই না, আমরা আপনাদের মতো দালাদের প্রত্যাখ্যান করছি! এদেশ আপনাদের মতো দালালদের নয় যাদের মুসলিম নাম শুনলে গা জালাপোড়া করে!

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242143
০৬ জুলাই ২০১৪ রাত ০৪:৩৩
জোবাইর চৌধুরী লিখেছেন :
এসব ভিন দেশী দালাল দের চিহ্নিত করে নব্য রাজাকারের তালিকা করা হোক।
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৭
188094
বিমুগ্ধ রজনী লিখেছেন : আপনার সাথে সহমত ভাই। ধন্যবাদ
242159
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সত্য কথার ভাত নাই,, তবুও বলার জন্য ধন্যবাদ আপনাকে
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৯
188095
বিমুগ্ধ রজনী লিখেছেন : কাউকে না কাউকে তো বলতেই হবে, কি বলেন আপু? ধন্যবাদ বেড়াতে আসার জন্যে!
242205
০৬ জুলাই ২০১৪ সকাল ০৬:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৬ জুলাই ২০১৪ দুপুর ০২:০০
188096
বিমুগ্ধ রজনী লিখেছেন : আপনার জন্যও ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকবেন।
242329
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুলতানা কামাল চক্রবর্তী ,খুশি কবির,টিআইবির ইফতেখারুজ্জামান পার্বত্য চট্রগ্রাম ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত যা প্রমান হয়েছে জোতা বৃষ্টির মাধ্যমে
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
188907
বিমুগ্ধ রজনী লিখেছেন : ওরা নিশ্চিত ভাবেই ভিনদেশী এদেশীয় এজেন্ট। এক কথায় এন্টি মুসলিম।
242350
০৬ জুলাই ২০১৪ রাত ০৮:৩৩
হতভাগা লিখেছেন : উপজাতিরা দেশের জন্য দুষ্টক্ষত স্বরুপ । সেখান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত চরম নির্বুদ্ধিতার কাজ হয়েছে ।

সুলতানা কামালরা ৭১ এ কি করেছিলেন তা তাদের আজকের আচরন দেখে বোঝা যায় ।
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
188905
বিমুগ্ধ রজনী লিখেছেন : ওখানে নাকি বাক স্বাধীনতা নাই! অস্রবাজদের আবার স্বাধীনতা!
242493
০৭ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৫
নূর আল আমিন লিখেছেন : সুলতানা কামালকে বেধে জুতাপেটা করা উচিত ছিলো
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
188906
বিমুগ্ধ রজনী লিখেছেন : ওরা বাংলার তরুণদের কাছে ঘসেটি বেগম, মীর জাফরদের ভূমিকায়!!
246317
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
বুড়া মিয়া লিখেছেন : পাহাড়ীদের সাথে কিন্তু সাধারণভাবে ঐখানের বাংলাদেশীদের ভালোই সম্পর্ক। একই বাজারে ব্যবসা করে একই সাথে স্কুলে কলেজে পরে, একই সাথে চলা ফেরা করে।

এটা কোনভাবে উস্কানীর কারণে হয় বলে আমি মনে করি!

তবে কিছু কিছু তুচ্ছ বিষয় নিয়াও মাঝে মাঝে বড় মারামারি লাগে।
366057
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৮:২০
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File