কর্ম সমাচার
লিখেছেন লিখেছেন ছোট্ট বালক শিশির ০৯ মার্চ, ২০১৩, ১২:০০:৫২ দুপুর
আমরা এখন
বিপুল আশার
স্বপ্ন জালে বন্দী,
কর্ম ছাড়াই
খ্যাতি পাওয়ার
করছি শুধু ফন্দি।
পেতে হলে
খ্যাতির নিশান
কর্মে করো সন্দ্বি,
তবেই তোমার
কেউ হবেনা
যুগল প্রতিদ্বন্দ্বী।
কর্ম আনে
সুখের নদী
যায় বয় যায়
নিরবধি।
কর্মী খ্যাতির
চূড়ায়,
কর্ম শেষে
কর্মজয়ীর
প্রাণপাখিটা জুড়ায়।
কাজের মাঝেই
জীবন বাঁচে
কর্মে যারা বীর,
অলসতার যাঁতাকলে
নোয়ায় না সে
শির।
উঁচু শিরে জোটে যে তার
সোনার টুপি শেষে,
মরে গেলেও অমর থাকে
বিজয়ী বীর বেশে।
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন