শশিুদের শিশুকাল ও আমাদের করনিও

লিখেছেন লিখেছেন মহারাজ শেখ ০৮ মার্চ, ২০১৩, ১০:৪১:৫১ রাত

সমালোচনার মাঝে শিশু বেড়ে উঠলে

সে নিন্দা করতে শেখে।

শত্রুতার মাঝে সে বেড়ে উঠলে

সে হানা-হানি করতে শেখে।

বিদ্রুপের মাঝে সে বেড়ে উঠলে

সে সঙ্কুচিত হতে সেখে।

অসম্মানের মাঝে সে বেড়ে উঠলে

সে অপরাধ করতে সেখে।

ধৈর্যের মাঝে শিশু বেড়ে উঠলে

সে সহিষ্হুতা শেখে।

উদ্দিপনার মাঝে শিশু বেড়ে উঠলে

সে আত্মবিশ্বাসী হতে শেখে।

প্রসংসার মাঝে শিশু বেড়ে উঠলে

সে তার মূল্য দিতে শিখে।

সমতার মাঝে শিশু বেড়ে উঠলে

সে ন্যায়পরায়নতা শেখে।

নিরাপত্তার মাঝে শিশু বেড়ে উঠলে

সে বিশ্বাসি হতে শেখে।

গ্রহনযোগ্যতার মাঝে শিশু বেড়ে উঠলে

সে নিজেকে পছন্দ করতে শেখে।

স্বীকৃতি আর বন্ধুত্বের মাঝে বেড়ে উঠলে

সে শিশু পৃথিবীতে ভালবাসা খুজে পেতে শেখে

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File