☀ তৃতীয় চোখে অপ্রিয় সত্য ☀

লিখেছেন লিখেছেন নীল স্পর্শ ১৬ মার্চ, ২০১৩, ১০:১১:৩০ রাত

সরকার আসলে কি চায় ? পরিকল্পিত ভাবে সেক্যুলার জাতিতে পরিণত করা ? নতুন পাঠ্যসূচির আলোকে মুদ্রিত বিদ্যালয় পর্যায়ে ইসলাম শিক্ষা বইয়ে চরম তামাশা করেছে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি ।কিছু দিন আগে সবার নজরে আসে ৯ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে আল্লাহ আর দেব দেবীকে একই সমান্তরালে দৃষ্টান্ত দিয়ে প্রকারণ্তরে মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করা হয়েছে ।সরকার ভেবে ছিল ধীরে ধীরে সেক্যুলারিজমের ক্যাপসুল গেলানো হবে ।তাই অনেকটা পরীক্ষা মুলক আর সুক্ষভাবে এই কাজ করে পরবর্তীতে নিজেদের বানানো একটা জগাখিচুড়ি মার্কা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিশুদের চাপিয়ে দিয়ে আর কিছু ধর্ম বিরোধী ষাড় তৈরী করা যাবে ।কত বড় স্পর্ধা কিসের বলে এমন নাচা নাচছে ।কিন্তু ধরা পরে গেলে প্রিন্টিং মিস্টেক বলে দায় এড়ানোর চেষ্টা করে ।কিন্তু পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে ৫৮পৃষ্ঠার লেখাটা পড়ুন

" ইসলাম এতো উদার যে,মহানবী (স) ইহুদি,খ্রিস্টান ­ ধর্মযাজকদের মদিনা মস্জিদে এবাদত করার সুযোগ করে দিয়েছিলেন"

তারপর দুয়ে দুয়ে যোগ করুন বাকিটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম ।

একবার ভাবেন তো মসজিদে বসে খ্রিস্টান বাইবেলপাঠ কর্ছে,ইহুদি পূজা করছে আর নবী (স) সেটার সুযোগ করে দিয়েছে,(নাউজুব ­িল্লাহ)।

এই কথা কি কোন পাগল বিস্সাশ করবে?

তাহলে জাতীয় শিক্ষা বোর্ডে এ কোন পাগল যে বইতে এসব গাজাখুরি গল্প কোমলমতি শিশুদের সামনে তুলে ধরছে।

আমি দেখছি এই সরকার আমাদের নতুন করে ইসলাম শিখাইতেছে

কেউ দেব দেবীর সাথে আল্লাহ্র তুলনা করেছে,

কেউ বলে নবী (স) ধর্ম নিরপেক্ষ ছিলেন।

আমি জানিনা সামনে আর কত কিছু দেখব।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File