কবি জামাল (বিশুদ্ধ মানুষ) আর নেই
লিখেছেন লিখেছেন রওশন জমির ১৮ ডিসেম্বর, ২০১৪, ১১:২১:৩৬ সকাল
মাওলানা কবি জামাল উদ্দিন আরিফ, এটাই বোধ হয় অফিসিয়াল নাম, আমরা তাকে জানি ‘কবি জামাল’ হিসাবে। ফোনের মাধ্যমে জানতে পারি, গত রাতে তার মৃত্যু হয়েছে হৃদ-ক্রিয়াজনিত সমস্যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আড়ালের এই বিশুদ্ধ মানুষটি অপরিমেয় প্রতিভার বহর নিয়ে অকালেই তলিয়ে গেলেন মৃত্যু নামক সীমাহীন গভীর অচিন সাগরে। চারিত্রিক ও দেশ-ধর্ম-সমাজ-পরিবেশগত কারণে তার মূল পরিচয় নিজ ক্ষুদ্র গণ্ডি পেরোতে পারে নি। তার সম্পর্কে বিস্তারিত একটি লেখা লিখব, সময় নিয়ে, আবেগমুক্ত হয়ে, আরো পরে। পাঠকবন্ধুদের কাছে এই ওয়াদা রেখে তার জন্য দোয়ার আবেদন করছি।
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন