মানবতা কাঁদছে
লিখেছেন লিখেছেন লাল গোলাপ ০৬ মে, ২০১৩, ০৮:৪২:৩৩ রাত
আস্তিক আর নাস্তিক এবং সৃষ্টি আর ধ্বংস এ দুটাই আজ খুবই কাছাকাছি অবস্তান করে মানবতার সামান্য নমুনা টুকু ও ভুলে গেছে। অনেক দিন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মত করে মানুষ মারার খবর দেখে আসছিলাম। আর আজ সেটা দেখলাম নিজের মাতৃভুমি বাংলাদেশে। মনে হল ওরা মানুষ না পাখি মারছে কি নিশ্তুর, নির্দয় ভাবে। এটা কি আমার সোনার বাংলাদেশ যাকে আমরা খুব বেশি ভালবাসি। হেফাজাতে ইসলাম তারা তো আর রাজনৈতিক দল না, তাহলে তাদের ক্যান এভাবে মারতে হবে? শাহবাগের মোড় টা মাসের পর মাস দখল করে বসে আছে পুলিশের পাহারায় আর সেই পুলিস দিয়ে ইসলাম রক্ষা করতে আসা মানুষ গুলোকে রাতের অন্দকারে মেরে গুম করে দেওয়া হল? বাহ! সোনার বাংলা বাহ!
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন