আমরা কি চাই? কেন চাই? কিভাবে চাই?

লিখেছেন লিখেছেন সীসার প্রাচীর ১১ মার্চ, ২০১৩, ১২:১০:০১ রাত

১. আমরা চাই এ বিশ্ব জাহান হবে কেবল আল্লাহর দরবার। এখানে সবাই কেবল মাত্র এক জনার ইবাদাত করবে আর সেই ইবাদাতের মালিক কেবল একমাত্র আল্লাহ তালা।

২. আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে বলেছেন, "ওমা খালাকতুল জিন্নাহ অল ইনসা ইল্লা লিয়া বুদুন"। অর্থাৎ আমি( আল্লাহ) মানুষ ও জ্বীন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমারই ইবাদাতের জন্য এজন্য নয় যে, তারা আমাকে খা্দ্য বা অর্ধ দান করুক। সুতারাং, আল্লাহ আমাদের স্পষ্ট বলে দিয়েছেন যে, আমরা মানুষ জাতি কেবল আল্লাহর ইবাদাতের জন্যই সৃষ্টি। তা্ই আমরা আল্লাহর ইবাদাত করতে চাই।

৩. আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে তার ইবাদাত করতে হবে্। নবী করীম (সাঃ) এর দেখানো পথে চলতে হবে। আল্লাহ ও নবীর করীম (সাঃ) নাকে কোন জাতি বা গোষ্ঠি কোন প্রকার কটূক্তি করলে সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করতে হবে।

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File