স্বাধীনতার কী সুখ পেলো ?!
লিখেছেন লিখেছেন শ্রাবণ নজরুল ০৭ মার্চ, ২০১৩, ০৯:৪৩:৫৭ রাত
দুরন্ত যে
বীর ছেলেদের
রক্তে কেনা সোনার এ দেশ,
দু:খ নদী
সাগর বেয়ে
আনলো যারা প্রিয় স্বদেশ
অত্যাচারীর
রাঙা চোখে
এক ফোঁটাও করলোনা ভয়,
বুকের তাজা
রক্ত ঢেলে
ছিনিয়েছিলো মুক্তিরই জয়।
শোষণ বিহীন
সমাজ গড়ার
স্বপ্নে বিভোর সে সব ছেলে,
জীবন দিয়ে
আঁকলো যারা
দেশের ছবি সবুজ লালে,
মাগো তুমি
জানো কী গো
স্বপ্ন তাদের কই হারালো ?
স্বাধীন দেশের
মানুষগুলো
স্বাধীনতার কী সুখ পেলো ?!
বিষয়: সাহিত্য
১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন