ছ্যাকা ডায়েরি (১ম পর্ব)
লিখেছেন লিখেছেন মামুন আহমেদ ০৪ এপ্রিল, ২০১৩, ১২:১৯:৩৯ দুপুর
১. তখন যদিও ক্লাস ফোরে পড়ি। বিপরীত জেন্ডারের প্রতি কেমন কেমন একটা ফিলিংস ছিল। বিশেষ করে ফার্স্ট বেঞ্চে মেয়েদের সারিতে বসা মেয়েটির প্রতি তীব্র একটা টান অনুভব করতাম। তার নাম জানতাম না। হয়ত কিছুটা মেয়েলী স্বভাবের ছিলাম, মন পুরিত কিন্তু মুখ খু্লিত না। মেয়েটাকে বন্ধু বানাতে পারিনি! তবে তার সাথে এক চোট ঝগড়া হয়েছিল। সেকেন্ড ক্লাসে স্যার আসতে দেরি দেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এর মধ্যে স্যার আসতেছেন দেখে তাড়াহুড়া করে ক্লাসে ঢোকার জন্য দিলাম পিছু দৌড়। মেয়েটি তখন বাথরুমে যাবে তাই বের হচ্ছিল। মেয়েটির সাথে ধাক্কা লাগল। মেয়েটির সে কি রাগ! আমাকে পারলে তো আস্ত গিলে ফেলত। তা না পেরে দু'চারটে গালি দিল। আমি রাগ পছন্দ করিনা। মন থেকে তাকে ডিলিট করে দিলাম।
২. নাম মঞ্জু আরা বেগম। তার ছোট বোন মুনমুন। দুই বোন একই ক্লাসে পড়ে। আমিও তাদের ক্লাসমেট। মুনমুন অনেক চঞ্চল আর মঞ্জু কিছুটা গম্ভীর। সারাক্ষণ কি যেন ভাবে। দেখলে তাই মনে হয়। কি ভাবে সে? আমার মধ্যে কেমন একটা কৌতূহল জাগে। আমাকে জানতেই হবে কি ভাবে সে! ক্লাসে গিয়ে অল টাইম তাকে ফলো করাই যেন আমার মেজর ডিউটি! দিনের পর দিন তাকে ফলো করে যাচ্ছি। কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পাইনি। তবে এমন কিছু পেয়েছি যেটা পেয়ে আমি অনেক হ্যাপি। তাকে ফলো করতে গিয়ে দেখলাম তার ভিতরে এমন কিছু আছে যা আমাকে পুলকিত করছে! কিশোর মনে চঞ্চলতার উড়োজাহাজ মনে হল রকেট গতিতে ধাবিত হচ্ছে। মঞ্জুর চেহারায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছে। কি আছে তার চেহারায়! অল টাইম আমাকে কাছে টানছে। তাকে না দেখলে আমার মন ব্যাকুল হচ্ছে। কি অদ্ভুত কথা! তাকে যত দেখি ততই মুগ্ধতার আবেশে ভেসেই চলেছি। যত দেখি মন চায় আরও দেখি। কয়েকদিনের মধ্যে তার সাথে একটা ভাব চলে আসে। আমাকে আর পায় কে? পাশাপাশি বেঞ্চে বসে একজন আরেক জনের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসির বিনিময়। ভালই কাটছিল মুহূর্তগুলো। বছর শেষে স্কুল পরিবর্তন করতে হবে। মঞ্জু যাবে মেয়েদের স্কুলে। আমি একা হয়ে যাবো। বিদায় অনুষ্ঠানের দিন ঘটল অনাকাক্ষিত সেই ঘটনা। মঞ্জুদের সাথে একটা ছেলে এসেছে। ওদের খালাতো ভাই। কোন প্রবলেম ছিলনা তাতে। ছেলেটির সাথে মঞ্জুর এ্যাংগেজড করা আছে। শোনার পরে পায়ের তলার মাটি সরে গেছে। সাথে সাথে আমার অব্যক্ত ভালবাসা শিশির কণার মত ঘাসের বুকে জমার আগেই বাষ্প হয়ে উড়ে গেছে যোজন যোজন দূরে।
বিষয়: সাহিত্য
১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন