গরিবি হটাও এবং একজন ওমর ফারুক
লিখেছেন লিখেছেন মামুন আহমেদ ১৩ মার্চ, ২০১৩, ১২:০৩:৪৬ দুপুর
ফারুক ভাই, তোমাকে খুব মিস করছি! তুমি বলেছিলে, ''একদিনের জন্যও যদি ক্ষমতায় যেতে পারি, প্রথমেই দেশের আগাছা পরিস্কারে আত্মনিয়োগ করবো! গরিবরাই দেশের আগাছা। উন্নয়নের প্রথম এবং প্রধান বাধা হল দারিদ্রতার বৃদ্ধি।'' সেদিন তোমার প্রতি আমার মনে একটা ঘৃণা জন্মেছিল, কিন্তু আজ তোমাকে স্যালুট জানাতে চাইলেও পারছিনা। আজ হয়ত তুমি সভা-সমাবেশ নিয়ে ব্যস্ত আছো। নিজেকে হয়ত একজন দেশ প্রেমিক হিসেবে প্রমাণ করতে ব্যস্ত আছো। আর আমি ব্যস্ত আছি দেশের জনসম্পদ বৃদ্ধির কাজে! কারণ আমিও আছি গরিবদের দলে। সকাল হলে ১০ জন অবলা মানুষের খাদ্য যোগানের জন্য আমাকে অনেক ছলনার আশ্রয় নিতে হয়। ফুটপাতে ছলনার দোকান খুলে বসি। সারা দিনে যা রোজগার করি তাতে সংসার চলে না। সেখানেও নিতে হয় ছলনার আশ্রয়। তারপরও আমি খুশিই থাকার চেষ্টা করি। কিন্তু পারিনা। কারণ তোমার মত যারা নিজেকে দেশ প্রেমিক ভাবতে পছন্দ করে, তারাই আমাকে ভাল থাকতে দিচ্ছে না। অথচ আমার যাবার কোন স্থান নেই, যেটুকু আছে তাও আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সামান্য একটু বসতবিটা। তোমরা যখন ব্যস্ত কে বড় দেশ প্রেমিক প্রমাণে আমি থাকি তখন মহা আতঙ্কে। কেননা তোমাদের খেয়াল খুশিতে যে কোন সময়ে আমার প্রাণ যেতে পারে। হয়ত বলতে চাইবে আমি কাপুরুষ! আমি জানতে চাই, সাধারণ মানুষকে আতঙ্কে রেখে কিংবা হত্যা করে কি বীরপুরুষ হওয়া যায়? তোমাদের উত্তর যদি 'হ্যা' হয় তবে চাইনা আমি বীরপুরুষ হতে। চাইনা আমি দেশ প্রেমিক হতে। আমি চাই একটু শান্তি পেতে, সবার মাঝে শান্তি বিরাজ করুক এটাই আমার কাম্য। কিন্তু নিজেদের শক্তির জোর প্রমাণ করতে গিয়ে তোমরা যখন আমাদের শান্তিময় জীবনে অশান্তির আগুন জ্বালাও তখন আর চুপ থাকা যায় না। তাই হয়ত আমরা তোমাদের অভিশাপ দিতে বাধ্য হয়। কারণ এটাই আমাদের প্রতিবাদের শেষ অস্ত্র। আমরা হলাম দারিদ্র শ্রেণীর লোক। আমাদের কোন মিডিয়া নেই, কোন নেতা নেই, নেই কোন বুদ্ধিজীবী। তারপরও আমরা সংখ্যায় অনেক বেশি, এত বেশি যে আমরা যদি একবার রাস্তায় নেমে আসি তাহলে তোমাদের মত স্বঘোষিত দেশ প্রেমিকদের কোন চিহ্ন অবশিষ্ট থাকবে এমন বিশ্বাস করার কোন সুযোগ নেই। সারা দিন কঠোর পরিশ্রমের পরে একটু বিনোদনের আশায় যেই স্যাটেলাইট চ্যানেলের সামনে বসি অমনি মেজাজ বিগড়ে যায়! সবগুলো চ্যানেলে একই প্যানপ্যানানি। টিভি চ্যানেলগুলোও আমাদের মত সাধারণ মানুষের কথা একভারের জন্যও ভাবে না! ওরা এতটাই দেশপ্রেমিক যে, মনে হয় ওরা প্রমাণ করেই ছাড়বে কেবল ক্ষমতাশীন রাজনৈতিক দল ও তাদের সমর্থকরাই হল প্রকৃত দেশ প্রেমিক! বাকী সবাই কেউ রাজকার, কেউ পাকিস্তানের দালাল আবার কেউ ভারতের দালাল! আমাদের প্রশ্ন হল, দেশের মানুষ যদি এত দলে দলে বিভক্ত হবে তাহলে প্রকৃত বাঙ্গালী কে???? আমাদের বাব-দাদারা কি জন্য দেশ স্বাধীন করেছিলেন, দেশকে নিয়ে নাটক মন্থস্থ করার জন্য? দিনের পর দিন তোমাদের নাটক বেড়েই চলছে! এই নাটক দেখতে দেখতে আমরা সব গরিব আজ মরতে বসেছি! আমাদের অবশিষ্ট বলতে সীমাহীন কষ্ট ছাড়া কিছুই নেই! শত কষ্টের মাঝেও আমাদের মনে সামান্য একটু আশার আলো ফুটে ওঠে যখন দেখি তোমাদের কোন একটা নাটকের পরিসমাপ্তি ঘটে! জয়তু ফারুক ভাই, তুমি আসলেই সফল দেশপ্রেমিক! তোমার মত বাকীরাও প্রকৃত দেশপ্রেমিক! কারণ তোমরা সবাই আমাদের মত গরীবদের জীবন নিয়ে জুয়া খেলতে জানো! তোমাদের পতন নেই, যতদিন দেশে গরীব আছে!
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন