চেহারাও পর্দার অন্তর্ভুক্ত

লিখেছেন লিখেছেন মিশেল ওবামা বলছি ২৩ মার্চ, ২০১৩, ১২:২৭:৫৯ দুপুর

হে নবী আপনি আপনার স্ত্রীগণকে আবং কন্যাগণকে এবং মূমিনদের স্ত্রীগণকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ মাথার উপর দিয়ে (চেহারা আবৃত করে) টেনে নেয়। এটাই তাদেরকে চেনার সহজ উপায়। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। (সূরা আহযাব:৫৯)

উপরোক্ত আয়াতে স্ত্রীলোকের ঘর থেকে বের হওয়া সম্পর্কিত বিধান বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, নারীরা তো ঘর থেকে বের হবেই না, তারপরও যদি কোন প্রয়োজনে বের হতে হয়, তাহলে চাদর দিয়ে মাথা এবং চেহারা ভাল করে ঢেকে তবে বের হবে। এমন সুস্পস্ট নির্দেশ আসার পর একথা বলার তো কোনই অবকাশ নেই যে, পর্দার সাথে চেহারা ধেকে রাখার কোন সম্পর্ক নেই।

সূত্র: কুরআন হাদিসের আলোকে পর্দা কি ও কেন (হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহHappy এবং

তাফসিরে মাআরেফুল কুরআন।

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File