জাকির নায়েক, জামাতে ইসলামী ও সালাফী ভাইদের কুরআন গবেষণা

লিখেছেন লিখেছেন আল মুহাজির শাইখ ২২ মে, ২০১৪, ১১:৪৬:৫১ সকাল



আরবী-বাংলা অভিধানের দু'একটি লাইন পড়ে কুরআন গবেষণার পরিণতি দেখুন। সর্বসাধারণের বুঝার সুবিধার্থে দু'টি বাংলা উদাহরণ পেশ করা হচ্ছে।



প্রথম উদাহরণঃ


জালালুদ্দীন জাল দিয়া মাছ ধরেছে। জাল চুলায় জাল দিয়েছে। জালের কারণে তরকারী এত ঝাল হইছে যে, ঝালের জ্বালায় আমি তো পুরাই মখা।

একটু লক্ষ্য করুন। উপরোক্ত বাক্যটিতে একই উচ্চারণের বিপরীতমুখী অর্থবোধক অনেকগুলো শব্দ রয়েছে।

১. জালাল = এক ব্যক্তির নাম।

২. জাল = মাছ ধরার যন্ত্র বিশেষ।

৩. জাল = স্বামীর ভাতৃবধু। অর্থাৎ স্বামীর ভাইয়ের স্ত্রী। (গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটি শব্দ)

৪. জাল = চুলায় রান্না করা

৫. জাল = চুলায় রান্না করা

৬. ঝাল = স্বাদ বিশেষ

৭. ঝাল = স্বাদ বিশেষ

৮. জ্বালা = যন্ত্রণা

এবার একটু ভেবে-চিন্তে বলুন, কুরআন গবেষণা করার জন্য কি দু'একটি শব্দের বঙ্গানুবাদ জানাই যথেষ্ট?

কোন অবুঝ ব্যক্তিও এই প্রশ্নের জবাবে হ্যাঁ বলার সাহস পাবে না। কেননা, ভাষাজ্ঞান, ব্যকরণগত জ্ঞান থেকে শুরু করে কুরআন-কেন্দ্রিক সকল জ্ঞানসহ আঞ্চলিক ভাষাজ্ঞান ও তৎকালীন বিরাজিত পরিবেশের জ্ঞান অর্জন ছাড়া কুরআনের একটি আয়াত ব্যাখ্যা করাও সম্ভবপর নয়।


আরেকটি উদাহরণ দেখুনঃ



এটা কি মাছ

উপরে দেখুন একটি বাক্য রয়েছে। বাক্য কিন্তু একটি, অথচ তার অর্থ কতগুলো হতে পারে তা দেখুনঃ

১. এটা কি মাছ? = এই জিনিসটি কি মাছ?

২. এটা কী মাছ? = এটি কোন প্রজাতির মাছ?

অথবা এই মাছটির নাম কি?

৩. এ টাকি মাছ। = এটি টাকি প্রজাতির মাছ।

আবারো লক্ষ্য করুন, বাক্য কিন্তু একটি। অথচ বিভিন্নভাবে ঘুরিয়ে পড়ার দরুণ বাক্যটির অর্থ বারবার পরিবর্তিত হচ্ছে। আরো বড় ব্যপার হলো, কুরআনে দু'এক প্রকার 'وقفة' ছাড়া অন্য কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয় নি। ফলে নির্দিষ্টভাবে তার অর্থ, মর্ম ও সঠিক ব্যখ্যা বুঝা আরো কষ্টকর হয়ে দাঁড়ায় যদি প্রয়োজনীয় জ্ঞানের অভাব থাকে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলোঃ কুরআন-সুন্নাহ ও এতদ্ব্যখ্যা সংক্রান্ত দ্বীনের সকল জ্ঞান নিজে নিজে অর্জন করা যথেষ্ট নয়। বরং এমন কারো কাছ থেকে শিখতে হবে, যার শিক্ষক পরম্পরার ধারা গিয়ে মিলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত।


এ পর্যায়ে প্রশ্ন হলো, যিনি/যারা সারা জীবন জাগতিক শিক্ষায় ডুবে ছিলেন তিনি/তারা যদি জীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে কুরআনের গবেষক সেজে বসেন তাহলে তার/তাদের কাছ থেকে 'ইসলাম' বুঝা সর্বসাধারণের জন্য কি আদৌ নিরাপদ? তার/তাদের শিক্ষা পরম্পরার সর্বশেষ ব্যক্তিই বা কে? কিছু না জেনে না বুঝে তিনি কেনই বা এই পথে অগ্রসর হচ্ছেন? কোন বহিঃশক্তিকতৃক ব্যবহৃত হচ্ছে না তো?

এমন প্রশ্ন শোনামাত্র অনেকেই বলে বসবেন, স্বয়ং আল্লাহ তা'আলা যেখানে কুরআনকে 'সহজ' ঘোষণা দিয়েছেন সেখানে এত এত প্রয়োজনীয় জ্ঞানের মার-প্যাঁচে কুরআনকে 'কঠিন' করার ঠিকাদারী আপনাদেরকে কে দিয়েছে?

আমি প্রশ্নকারী ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আল্লাহ তা'আলা বলেছেন "কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? (সূরা ক্বামার, আয়াত নংঃ ১৭, ২২, ৩২, ৪০)"। এবার বলুন তো, উপদেশ গ্রহণ করা আর গবেষণা করা কি এক বিষয়?

অনুবাদ অনুসরণেঃ http://www.quran.gov.bd

******************************************************************

শিরোনাম বিশ্লেষণঃ যদি কাউকে প্রশ্ন করি, অজ্ঞতা সত্বেও কুরআন নিয়ে এমন ধৃষ্টতা প্রদর্শনে সর্বাগ্রে কারা? জবাবে যে কেউ বলবেন "ড. জাকির নায়েক ও তার অন্ধানুসারীবৃন্দ, জামাত-শিবির ও তদীয় উটকো চেতনাধারীগণ এবং আহলে হাদীস সালাফী ধর্মাবলম্বীদের মাঝে এই প্রবণতা সর্বাধিক লক্ষ্যণীয়।"

বিষয়: বিবিধ

৩২১৫ বার পঠিত, ৫৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224558
২২ মে ২০১৪ সকাল ১১:৫৭
আল সাঈদ লিখেছেন : আমার মনে হয় সবচেয়ে ভাল ব্যাখ্যা করতে পারবেন-প্রধানমন্ত্রী, শাহবাগের মুখপাত্র, শাহরিয়ার কবির, জাফর ইকবার আরো নাম না জানা প্রগতিশীল নাস্তি......
ধন্যবাদ ভালো লাগলো
২২ মে ২০১৪ দুপুর ০১:২৫
171876
শফিউর রহমান লিখেছেন : তারও চাইতে ভাল পারবে এই ব্লগের লেখক। দেখেন না কত সুন্দরভাবে "এটাকে" টাকি মাছে বিভক্ত করে দিল।
২২ মে ২০১৪ দুপুর ০১:৫৮
171886
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমার মনে হয় পোস্ট দাতাও পারবেন।
২২ মে ২০১৪ বিকাল ০৫:১৭
171962
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckআল সাঈদGood Luck ভালো ব্যখ্যা কারা করতে পারবেন তা না হয় অন্য কোন দিন আলোচনা করা হবে ইনশা আল্লাহ। তবে কারা পারবেন না শুধু সেই কথাটুকু আজ প্রমাণিত হয়েছে।

মোবারকবাদ আপনাকে।
224559
২২ মে ২০১৪ দুপুর ১২:০০
নেহায়েৎ লিখেছেন : জাকির নায়েক, জামাত-শিবির এবং আহলে হাদীস কেউ কুরআন নিয়ে গবেষণা করতে পারবে না???!!! এদের মাঝে কি কেউ নেই শুদ্ধ আরবী জানলে ওয়ালা??

আমার প্রশ্ন হলো তাহলে কারা কুরআন নিয়ে গবেষণা করবে?
আপনার মতে তারা কারা? কাদেরকে আল্লাহ তা'আলা কুরআনের ঠিকাদারী দিয়েছেন???
২২ মে ২০১৪ বিকাল ০৫:২৬
171967
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckনেহায়েৎGood Luck আপনি লিখেছেনঃ

১। জাকির নায়েক, জামাত-শিবির এবং আহলে হাদীস কেউ কুরআন নিয়ে গবেষণা করতে পারবে না?

জবাবঃ ভাইজান! আমিতো পাইকারীহারে সবাইকে নিষেধ করি নাই। তবে অধিকাংশের হুকুম সকলের উপর প্রযোজ্য হয়।

২। এদের মাঝে কি কেউ নেই শুদ্ধ আরবী জানলে ওয়ালা??

জবাবঃ শুধু বিশুদ্ধ আরবী জানাই যে কুরআন গবেষণার জন্য যথেষ্ট নয় সেটি বুঝানোর জন্যই তো এই পোস্ট।

পোস্টের আদ্যোপান্ত আবারো মনযোগসহকারে পড়ার জন্য অনুরোধ করছি।

৩। আমার প্রশ্ন হলো তাহলে কারা কুরআন নিয়ে গবেষণা করবে?
আপনার মতে তারা কারা? কাদেরকে আল্লাহ তা'আলা কুরআনের ঠিকাদারী দিয়েছেন?

জবাবঃ পোস্টের বাঁকে বাঁকে উত্তর লুকায়িত। খুঁজে নেবেন আশা করি।
224560
২২ মে ২০১৪ দুপুর ১২:০২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের ভূল খুজে বেড়ায়। যদিও নিজেরা কিছুই করে দেখাতে পারে না।
২২ মে ২০১৪ দুপুর ০২:১২
171891
হানিফ খান লিখেছেন : অন্যের যদি ভুল হয়, আর তারাও অন্যকে ভুল পথে নিয়ে যায়, তাহলে তাদের ভুল ধরবে না তো কি বসে থাকবে?
২২ মে ২০১৪ বিকাল ০৫:২৯
171968
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckএমরুল কায়েস ভুট্টোGood Luck আপনি লিখেছেন "কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের ভূল খুজে বেড়ায়। যদিও নিজেরা কিছুই করে দেখাতে পারে না।"

জবাবঃ যদি আপনার ছন্দে ছন্দ মিলিয়ে বলি "কিছু মানুষ আছে যারা সব সময় চোর ধরে বেড়ায়। যদিও নিজেরা একটি পয়সাও চুরি করে দেখাতে পারে না" তাহলে কি আপনি উত্তরটি বুঝে নিতে পারবেন?
224561
২২ মে ২০১৪ দুপুর ১২:০৪
অনেক পথ বাকি লিখেছেন : আওয়ামী আলেমরা ভাল ব্যাখ্যা করতে পারবে।পারুক বা না পারুক ।
২২ মে ২০১৪ বিকাল ০৫:৩২
171971
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckঅনেক পথ বাকিGood Luck আপনি লিখেছেনঃ "আওয়ামী আলেমরা ভাল ব্যাখ্যা করতে পারবে।পারুক বা না পারুক ।"

জবাবঃ প্রথম বাক্যের শেষে লিখেছেন "...পারবে" আবার দ্বিতীয় বাক্যে লিখেছেন "পারুক বা না পারুক"। আপনিই বলুন, দ্বিমুখী হয়ে গেলো না? যারা এক মুখে দু'মুখো আচরণ করে তাদের কাছে কি কুরআন গবেষণা নিরাপাদ?
224563
২২ মে ২০১৪ দুপুর ১২:১০
আল সাঈদ লিখেছেন : আপনার কিভাবে মনে হল তারা-১. জালাল = এক ব্যক্তির নাম।

২. জাল = মাছ ধরার যন্ত্র বিশেষ।

৩. জাল = স্বামীর ভাতৃবধু। অর্থাৎ স্বামীর ভাইয়ের স্ত্রী। (গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটি শব্দ)

৪. জাল = চুলায় রান্না করা

৫. জাল = চুলায় রান্না করা

৬. ঝাল = স্বাদ বিশেষ

৭. ঝাল = স্বাদ বিশেষ

৮. জ্বালা = যন্ত্রণা
এই অর্থ গুলো জানেনা । নাকি বিরোধিতার করার জন্যই পাগল প্রলাপ।
২২ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
171976
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckআল সাঈদGood Luck এটি একটি উদাহরণমাত্র। একজন ভিনদেশী যদি দু'এক অক্ষর বাংলা কথা বলা শিখে তাহলে উপরোক্ত বাক্যের ব্যখ্যা কি সে করতে পারবে? ঠিক তদ্রুপ "সাদিক তা'ল, মালিশ, ইযযেক হাবীবী, কুওয়াইস" টাইপের দু'অক্ষর গেঁয়ো আরবী শিখে যখন টাইট পেইন্টে খাঁড়াওয়ালারা কুরআনের অর্থ ব্যঙ্গ করে তখন অন্তরে প্রচণ্ড চোঁট লাগে ভাই।
224565
২২ মে ২০১৪ দুপুর ১২:১০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নুনুর গোড়ায় নতুন বাল গজাইছে মনে অয়!
২২ মে ২০১৪ দুপুর ১২:১৮
171817
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ মে ২০১৪ দুপুর ১২:১৯
171819
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৮+ মন্তব্য -১৮ দুরে থাকুন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ মে ২০১৪ দুপুর ০১:১০
171865
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Applause Applause Applause Applause
২২ মে ২০১৪ বিকাল ০৫:৩৯
171978
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckগ্যাঞ্জাম খানের খোলা চিঠিGood Luck আমাকে একদম লা-জবাব করে দিলেন ভাই। আমি গালাগালিতে এক্কেবারে অক্ষম। আমি ভদ্র পরিবারের ভদ্র সন্তান। আমি কখনো গালি শুনি নি, গালি দেই নি, গালি দিতে শিখি নি, উচ্চারণ করতেই পারবো না। কারণ, আমি বড় হয়ে কুরআন-সুন্নাহর একজন একনিষ্ঠ খাদেম ও দাঈ হবো ইনশা আল্লাহ। যে মুখে গালাগালি চর্চা হয় সেই মুখে কি ইসলামের কোন শব্দ মানায়? তাহলে তারা কুরআনের ব্যখ্যা করতে গিয়ে কি অপব্যখ্যা না করে ফিরে আসতে পারবে?
224573
২২ মে ২০১৪ দুপুর ১২:১৯
শাহ আলম বাদশা লিখেছেন : দারুণ ঠিকাদারী ব্যবসায় তো---এইটা পড়েন--http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8603/shahalambadsha/45671#.U32V5tKQZnA
224574
২২ মে ২০১৪ দুপুর ১২:২০
224577
২২ মে ২০১৪ দুপুর ১২:২১
ইমরান ভাই লিখেছেন : দেওবান্দী রা কোন অংশে পরে??
২২ মে ২০১৪ দুপুর ১২:৩৪
171832
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেতারা তো সময় নাকি উপরের অংশে থাকে। কারো ধরা চোয়ার বা নাগালের বাইরে থাকে। মাগার লুঙ্গি পড়ে উপরে উঠার কারণে নিচ থেকে উপরে কেউ থাকালেই সমস্যা একটু। আই মিন নানার বাড়ীতে কি কি আছে সব দেখা যায় তখন।
২২ মে ২০১৪ দুপুর ০১:০০
171853
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
224580
২২ মে ২০১৪ দুপুর ১২:৩১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার মত শাইখকে তাঁরা সহীহ শুদ্ধভাবে আরবী ব্যাকরণ শেখানোর যোগ্যতা রাখেন। তাঁদের কুরআনী জ্ঞান ও আরবী জ্ঞানের ধারে কাছেও আপনি নেই। ত্যানা না প্যাছাইয়া কুরআন পড়ে আমল করুন, ফিতনা ছড়াবেননা।
২২ মে ২০১৪ দুপুর ০২:০২
171888
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দেখেননা শব্দগত গবেষনা করিয়া অনেকেই নাসায় চলে গেছে।
২২ মে ২০১৪ দুপুর ০২:১৫
171892
হানিফ খান লিখেছেন : ফিতনা তো জকর পার্টি আর মউদুদি পার্টিরাই চড়াচ্ছে ভাইয়ারা
২২ মে ২০১৪ দুপুর ০২:২২
171895
হানিফ খান লিখেছেন : ফিতনা তো জকর পার্টি আর মউদুদি পার্টিরাই চড়াচ্ছে ভাইয়ারা
১১
224582
২২ মে ২০১৪ দুপুর ১২:৩৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মনের ভেতরে অদ্ভুদ খটকইট্টা একটা হাসি আসছে কিন্তু সেটা প্রকাশের কোন ভাষা পাচ্ছি না। কারণ আপনার মত অত ভাষাজ্ঞান আমার ‍নাই।
"ড. জাকির নায়েক ও তার অন্ধানুসারীবৃন্দ, জামাত-শিবির ও তদীয় উটকো চেতনাধারীগণ এবং আহলে হাদীস সালাফী ধর্মাবলম্বীদের মাঝে এই প্রবণতা সর্বাধিক লক্ষ্যণীয়।" কিন্তু কারা কুরআন নিয়ে সঠিক গবেষণা করছে???? বর্তমান পৃথিবীতে কারা সেই সৌভাগ্যভান???? মুসলিম জাতির বর্তমান প্রেক্ষাপটে তাহাদের ভূমিকা কি????
২২ মে ২০১৪ দুপুর ০২:০৩
171889
লোকমান বিন ইউসুপ লিখেছেন : উত্তর দেয়া হোক।
১২
224587
২২ মে ২০১৪ দুপুর ১২:৪৭
প্রবাসী আশরাফ লিখেছেন : একটা ফাল্তু ধর্মীয় চুলকানীমূলক পোষ্ট মনে হচ্ছে।

আপনার লেখা থেকেই আপনার কাছে কিছু প্রশ্ন আশা করি উত্তর দিবেন -

প্রশ্ন ১: একজন ব্যাক্তি পেশায় ডাক্তার/ইঞ্জিনিয়ার, নিস্বন্দেহে একজন মেধাবী ব্যাক্তি। সে তার পেশার পাশাপাশি অথবা অবসর নেবার পর কোরআন নিয়ে গবেষনা কেন করতে পারবেনা? সে যদি আরবী ভাষা/ব্যাকরন/তৎকালীন স্থানীয় ভাষার উপর চর্চা করতে চান এতে সমস্যা কোথায়?

নোট: অল্প বিদ্যা ভয়ংকর কথা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রশ্ন ২: আপনি শুধু মাত্র ডা. জাকের নায়েক/জামায়েতী/সালাফীদের কোরআন গবেষনায় সমস্যা দেখলেন কেন?

প্রশ্ন ৩: আপনি বাংলা ভাষার তারতম্য দিয়ে উদাহরন দিলেন কেন? কোরআনের কোন শব্দ ভিন্নতা নিয়ে উদাহরন কেন টানলেন না? তাহলে আমরা কি ধরে নিব আপনার জ্ঞানের স্বল্পতা আছে?

প্রশ্ন ৪: যে তিন জনের ছবি দিয়েছেন, আমাদের জানা মতে তারা সবাই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন-কাটাচ্ছেন কোরআন-হাদিসের গবেষনায় তো তারা কোরআনের ব্যাখ্যা ভাল না বুঝলে কে বুঝবে একটু বলে যাবেন কি?

প্রশ্ন ৫: বর্তমানে ইসলাম বিভিন্ন দল-উপদলে বিভক্ত যেমন মাজারপন্থী, পীরপন্থী, আহলে সুন্নাত আল জামাত, আহলে কোরআন,তাবলীগী,জামাত/সালাফী ইত্যাদি। বলে যাবেন কি আপনি কোন ধরনের ইসলাম প্র্যাকটিস করেন?
১৩
224603
২২ মে ২০১৪ দুপুর ০১:১৬
ইয়াফি লিখেছেন : বেশী জানার অহংকারের জন্যে তো আজ দেওবন্দ ছিলছিলার উলামারা আজ অন্যের অনুগ্রহের পাত্র। ছাত্রাবস্হায় যে চাঁদার রশিদ ধরিয়ে দেয়া হয় কর্মজীবনেও সেটার প্রয়োজন শেষ হয়না! হারামের টাকা পাইলেও টাকা খুশীতে গদ্ গদ্! আপনারাই যদি কোরআন পড়ার ও বুঝার একমাত্র দাবীদার হন, কেন আপনাদের সমাজের শঠ, ঠকবাজ, দড়িবাজ, চাঁদাবাজ, ফটকাবাজ মোড়লপতিকে তোয়াজ করে চলতে হয়? আপনারা সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে চাননা বলেই!
২২ মে ২০১৪ দুপুর ০১:২২
171873
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধুর মিয়া! এসব কি কন? মোর একডু শরম শরম করে!
১৪
224618
২২ মে ২০১৪ দুপুর ০১:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে উপরের মন্তব্যগুলো আপনার চোঁখ খুলে দেবে আশা করি।
১৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
294250
আল মুহাজির শাইখ লিখেছেন : ভাইরে! উপরের মন্তব্যকারীরা যদি ধর্মজ্ঞানী হতেন তাহলে হয়তো সত্যিই আমার চোখ খুলে যেত। কিন্তু তারাও তো......... দু'কলম শেখা টাই বাবার মুরীদ।
১৫
224620
২২ মে ২০১৪ দুপুর ০২:০০
ইবনে আহমাদ লিখেছেন : বাবরে নতুন করে কিছু একটা শুরু করেছেন। ভাল জমবে। যাদের ছবি দিয়েছেন তাদের সবার জন্য আপনার নসিহত টা কি তা তো জানালেন না।
২২ মে ২০১৪ দুপুর ০২:২৬
171898
আহমদ মুসা লিখেছেন : ইবনে আহমদ ভাই কেমন আছেন? আপনার ধারাবাহিকের বাকী পর্বগুলোর অপেক্ষা আছি। অনেক দিন পর একটি ব্লগ লিখেছিলাম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি পড়ার। ব্লগিংয়ে আসার প্রেক্ষাপট
১৬
224627
২২ মে ২০১৪ দুপুর ০২:২৫
হানিফ খান লিখেছেন : শাইখ ভাই, আপনার লিখার মধ্যে সুন্দর কিছু যুক্তি পাওয়া গেলো। মাশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। মনে রাখবেন বাতিলের সংখ্যা যতই বেশি হোক বাতিল বাতিলই থাকবে। আর এদের যতই বুঝাবেন এরা কোরআন হাদীস অনুযায়ী দলিল না দিয়ে শুধু আপনার বাজে সমালোচনা করবে। আর এটি ওদের (জকর পার্টি, মউদুদি, লা-মাজহাবি) বদ অভ্যাস।

আবারো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ফেসবুকে পাবেন https://facebook.com/md.hanif.796
২২ মে ২০১৪ দুপুর ০২:৫৬
171912
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, আয়া পর্ছে চর্ম নাই ভন্ডের গরম মুরীদ।
চর্মনাই বেয়াদবের কিছু ভন্ডামিঃ

"চরমনাই এর পীর"-- তার লেখা কিতাব (আশেক মাশুক এর ৮৮-৮৯ page)-এ লিখেছেন,
"মুসা (আঃ) এরদিন পথে চলছিলেন, এমন সময় দেখলেন এক রাখাল ধ্যান মগ্ন হয়ে গুন গুন করে বলছেন,'ওগো আল্লাহ,তোমারে যদি পাইতাম তাহলে সাবান দিয়া গোসল করাইতাম,মাথার চুল আচড়াইয়া দিতাম,আতর সুরমা লাগাইয়া দিতাম..."
এইসব কথা শুনে মুসা (আঃ) তাকে ধমক দিয়ে বললেন,'কিসব আজেবাজে কথা বলছ!এসব শিরকি কথা!'
রাখাল ভয়ে জঙ্গলে পালিয়ে গেল। তখন আল্লাহ (নাকি!) মুসা (আঃ) কে ডাক দিয়ে তিরষ্কার করলেন এবং জানালেন রাখালের কথায় তিনি (নাকি!) সন্তুষ্ট ছিলেন!
মুসা (আঃ) নবুয়াত হারানোর ভয়ে সেই রাখালকে খুঁজে বের করে তার কাছে মাফ চাইলেন। তখন রাখাল জানালো সে নাকি সিরাতুল মুন্তাহা পার হয়ে আরশের কাছাকাছি পৌছে গিয়েছিল। কিন্তু ঐ মুহূর্তে তাকে বাধা দিয়ে আল্লাহর দীদার হতে বঞ্চিত করেছেন।"

এই ঘটনা উল্ল্যেখ করার পরে চরমনাইয়ের পীর সাহেব বলেছে,"হে মুমীন ভাই সকল! এখন বুইঝালন যে, মুর্খ লোক মারেফতের উপরের দরজায় পৌছাতে পারে কিনা এবং ইহাও খেয়াল করুন যে মারেফতের রাস্তা কত গোপন আর কঠিন, যেখানে মুসা (আঃ) এর মতন নবীও সেই রাখালের অবস্থা বুঝতে পারেন নাই!"

মাওলানা সৈয়দমোহম্মদ এছহাক সাহেবর কিছু আক্বীদা -

১.আল্লাহর আন্দাজ নাই...(ভেদে মারেফাত, ১৫পৃHappy

২. শরিয়ত কামেল পীর সাহেব যদি এমন হুকম দেন যাহা প্রকাশ্যে শরিয়তের খেলাফ হয়, তবুও তা নিরাপত্তিতে আদায় করিবে....(আশেকমাশুক, ৩৫পৃ.)

৩. আমি এত বড় আলীশান খোদা,আমি জমিন ও আসমানে সামাই হই না,একমাত্র মোমেনের কলবে সামাই হই....(ভেদে মারেফাত, ২১পৃHappy

৪. মনসুর হাল্লাজ আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন আনাল হক (আমি খোদা)... (আশেক মাশুক, ৪২পৃ.)

৫. পীর সাহেব হলেন আখেরাতের উকিল স্বরূপ... (ভেদে মারেফাত,৬০পৃHappy

৬.যেই ব্যক্তির পীর নাই, তাহার পীর শয়তান... (ভেদে মারেফাত,২৩পৃHappy

৭.বান্দা অসংখ্য গুনাহ করার ফলেআল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দোয়া করিবেন,যাহাতে তিনি কবুল করিয়া নেন।...(ভেদে মারেফাত,৩৪পৃHappy

৮. কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কেয়ামত দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলছপার হইয়া যাইব ? (ভেদে মারেফাত,২৭-২৮পৃHappy

৯. পীরের মুরীদ হওয়া ফরজ। (মাওয়াযেজ এসহাকিয়া)

১০.যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন, কোনই ক্ষতি নেই । (মাওয়াযেজ এসহাকিয়া, ৫৫-৫৬পৃ


সকলে উচ্চ আওয়াজে বলুন- নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
২২ মে ২০১৪ বিকাল ০৫:৪২
171979
ইমরান ভাই লিখেছেন : নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
২২ মে ২০১৪ বিকাল ০৫:৫১
171982
ইমরান ভাই লিখেছেন :
১৭
224629
২২ মে ২০১৪ দুপুর ০২:৩১
ইয়াফি লিখেছেন : আমি একটা জিনিস লক্ষ করলাম এই কিসিমের ব্লগাররা জনদৃষ্টি পাবার জন্য এধরণের সুড়সুঁড়ি দেয়াকে বেছে নিয়েছে! যেমন ধরুণ এই পোষ্টদাতার পূর্বেকার বছর-পুরোনো পোষ্টগুলো পুরো বছর ধরেই যে মন্তব্য অর্জন করতে পারেনি, আজকের এই পোষ্ট অল্পক্ষণের মধ্যেই তা অতিক্রম করে গেছে। উঁনাদের সুড়সুঁড়ি দেয়ার অভ্যাস যেন স্হায়ীরূপ না পায় সবার সেদিকে লক্ষ্য রাখা উচিত। কারণ এতে উলামায়ে আকরাম তথা ইসলামপন্হীদের ইজ্জত ধ্বংসের জন্য নিজেরাই আত্মবিধ্বংসী হয়ে উঠবে!
১৮
224633
২২ মে ২০১৪ দুপুর ০২:৩৮
আহমদ মুসা লিখেছেন : আপনি যাদের ব্যাপারে এসব প্রশ্নবিদ্ধ অভিযোগ তুলেছেন তাদের কাজকর্ম যদি আল্লাহর দরবারে কবুল হয় এবং ভুলবসত আপনার আন্তরে যদি তাদের প্রতি ঘৃণা পোষণের কারণে আল্লাহ অসন্তুষ্ট হন তখন আল্লাহর দরবারে কি জবাব দিবেন একটু ভেবে দেখুন। আপনি তিনজন মানুষের ছবি দিয়ে কি বুঝাতে চাইলেন? যদি আপনার বিবেচনায় উল্লেখিত মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রাসুলের শানে কোন গোস্তাখী করে, যদি আল্লাহর নাফরমানী করে তবে নিশ্চয়ই তারা আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হবেন। কিন্তু আমি, আপনি কিংবা অন্য যে কেউ তাদের ভুলগুলো ঠিক কোথায় কিভাবে করেছে, তাদের দ্বারা আল্লাহর দেয়া বিধি বিধানের পরীপন্থী কাজ কিভাবে সংঘঠিত হচ্ছে তা যদি সুর্নিদিষ্টভাবে উল্লেখ না করে মনের মাধুরী মিশিয়ে ফালতু কু-যুক্তি দিয়ে তাদের বিরোধীতা করি তা হলে আল্লাহর আদালতে কি জবাব দিবো আমরা? আমাদের মনে রাখতে হবে যে, দুনিয়াবী জীবনের প্রতিটি কর্মকান্ডের ঝররা ঝররা জবাবদিহি করতে হবে আদালতে আখিরাতে।
১৯
224636
২২ মে ২০১৪ দুপুর ০২:৪২
আল সাঈদ লিখেছেন : নুনুর গোড়ায় নতুন বাল গজাইছে মনে অয়! @গ্যাঞ্জাম খানের খোলা চিঠি
২০
224637
২২ মে ২০১৪ দুপুর ০২:৪৩
আল সাঈদ লিখেছেন : কিউ পথ হারায় পাগল হইয়া গেলেন নাকি!
২১
224679
২২ মে ২০১৪ বিকাল ০৪:০৭
পরবাসী লিখেছেন : সারা জীবন দেওবন্দী মাদ্রাসায় পড়েছি,হাফেজ হয়েছি মাওলানা হয়েছি,

কিন্তু এই দেওবন্দীরা চিন্তা চেতনায় এত ছোট

ছি,ছি,ছি
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
171998
আল মুহাজির শাইখ লিখেছেন : Good LuckপরবাসীGood Luck দেওবন্দীরা চিন্তা-চেতনায় ছোট নয় ভাই। বরং তারা একটা সীমাবদ্ধ গণ্ডির ভেতরে নিজেদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও বিচরণ-পদচারণাকে সীমিত রাখে। আর এটাই 'আল্লাহ তা'আলার দাঁগানো সীমারেখা। এর মধ্যে সীমাবদ্ধ থাকাই ইসলামের শিক্ষা। তথাকথিত মুক্তমনাদের মত ইহুদী-খৃষ্টানদের রীতিনীতি অনুযায়ী সর্বাঙ্গ উলঙ্গ করে দিয়ে নিজেদেরকে সুপ্রসন্ন চেতনাদণ্ডের অধিকারী দাবী করাটা নিতান্তই লজ্জাজনক, হাস্যকর, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক। এমনটিই চাচ্ছে আজ গোটা বাতিলশক্তি। তাই ইসলামের নামধারী কিছু লোককে কুরআনের অপব্যখ্যায় লেলিয়ে দিয়ে জনসাধারণের ঈমান লুটে নেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজ গোটা শত্রুবাহিনী। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ গর্জে ওঠা একদল সিংহের নাম 'উলামায় দেওবন্দ'। ইদুরের দল লুকিয়ে লুকিয়ে অনেক কথাই বলতে পারে। কিন্তু বিড়ালের একটা 'মিয়াউ' ডাক শুনলে দৌঁড়ে পালাবার গর্তও হারিয়ে ফেলে। বর্তমান বিশ্বও আজ ইদুরের 'চিকচিক' আওয়াজকে ভয়াবহ গর্জন ভেবে বসে আছে। কিন্তু সিংহের পাল যেদিন গর্জে ওঠবে সেদিন আর ভুল শুধরানোর সময় থাকবে না।

অতএব, সময় থাকতে হুশিয়ার।
১২ জুন ২০১৪ বিকাল ০৫:১১
180902
পরবাসী লিখেছেন : উহ , দেওবনদী সিংহ """

ভারতের কংগ্রেস বিজেপির ধুতির তলায় থাকা সিংহ ?

ইয়াফি লিখেছেন : বেশী জানার অহংকারের জন্যে তো আজ দেওবন্দ ছিলছিলার উলামারা আজ অন্যের অনুগ্রহের পাত্র। ছাত্রাবস্হায় যে চাঁদার রশিদ ধরিয়ে দেয়া হয় কর্মজীবনেও সেটার প্রয়োজন শেষ হয়না! হারামের টাকা পাইলেও টাকা খুশীতে গদ্ গদ্! আপনারাই যদি কোরআন পড়ার ও বুঝার একমাত্র দাবীদার হন, কেন আপনাদের সমাজের শঠ, ঠকবাজ, দড়িবাজ, চাঁদাবাজ, ফটকাবাজ মোড়লপতিকে তোয়াজ করে চলতে হয়? আপনারা সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে চাননা বলেই!

২২
224750
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
আনিসুর রহমান লিখেছেন : যদি কাউকে প্রশ্ন করি, অজ্ঞতা সত্বেও কুরআন নিয়ে এমন ধৃষ্টতা প্রদর্শনে সর্বাগ্রে কারা? [b]জবাবে যে কেউ বলবেন "ড. জাকির নায়েক ও তার অন্ধানুসারীবৃন্দ, জামাত-শিবির ও তদীয় উটকো চেতনাধারীগণ এবং আহলে হাদীস সালাফী ধর্মাবলম্বীদের মাঝে এই প্রবণতা সর্বাধিক লক্ষ্যণীয়।"[/b
Brother আল মুহাজির শাইখ, in here it is very clear that majority blogger did not agree with you. base on this truth if somebody else blame you that you are trying to mislead people through false information and stupid logic (i.e. language) how can you defend that??
২৩
224788
২২ মে ২০১৪ রাত ০৯:১১
ঈগল লিখেছেন : ভাই, তো যে দুটি উদাহরণ পেশ করলেন তার তো কোন রেফারেন্স দিলেন না!
১৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
294251
আল মুহাজির শাইখ লিখেছেন : উদাহরণ দু'টি তো কুরআন-হাদীস থেকে দেই নি। তাহলে কিসের রেফারেন্স চাচ্ছেন ভাই?

বলতে পারেন, উদারহণ যেহেতু কুরআন বুঝার ক্ষেত্রে দিচ্ছি সেহেতু কুরআন থেকেই বলা উচিৎ ছিলো, তাহলে স্ববিনয়ে বলবো, কুরআন বুঝার যোগ্যতা ব্লগার সাধারণের না থাকায় মাতৃভাষা বাংলাতেই দিলাম। খেয়াল করে দেখুন, এই সরল বাংলাটুকুও অনেকে বুঝতে পারছে না। তাহলে কুরআন থেকে দিলে অবস্থা কী দাড়াতো, একটু ভেবে দেখবেন কি?
২৪
224861
২২ মে ২০১৪ রাত ১১:২৪
ব১কলম লিখেছেন : ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া পোষ্ট নীতিমালা বিরুদ্ধ নয়িক?

এডমিনের দৃষ্টি আকর্ষণ করা হল ।
২৩ মে ২০১৪ সকাল ১১:৫৯
172173
আল মুহাজির শাইখ লিখেছেন : Good Luckব১কলমGood Luck ধর্মীয় সতর্কতামূলক পোস্টে কি আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত পাচ্ছেন? কী বললেন এইটা? মওদূদী সাহেবের কুরআন অপব্যখ্যার মত আপনার কথাটিও এক ধরণের অপব্যখ্যা হয়ে গেলো না ভাই?

আশা করি, সরল সঠিক পথের অনুসারী হবেন।
২৫
225295
২৪ মে ২০১৪ সকাল ০৭:১৩
ব১কলম লিখেছেন : মওদূদী ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন, তার ও ভূল হওয়াটা স্বাভাবিক । কিন্তু যারা তিলকে তাল বানায়, যারা লেখার পূর্বাপর সম্পর্ক বিচ্ছিন্ন করে ইচ্ছাকৃত ভাবে অর্থ বিকৃত করে, যারা চর্মহীন, যারা হালুয়া রুটি পেলেই ফতওয়া পাল্টায়ে ফেলে Click this link তারা মওদূদীর সমালোচনার যোগঃতা রাখে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File