দালাল
লিখেছেন লিখেছেন প্রলয় শিখা ১১ মার্চ, ২০১৩, ০৩:১৭:৪২ দুপুর
সিরাজ দালাল, সাগর দালাল,
কামরুল আর শফিক দালাল
সবাই দালাল টাকশালের
আনাম-মতি সুসংহতি
দালাল ভারত বাকশালের।
মুহিত বলেন নাহিদ বলেন
দীপু বলেন মেনন বলেন
সব দালালের খপ্পরে
‘দেশটা কবেই জব্দ হল’ করছে সবাই গপ্পরে।
কার দালালি করছে যে সব?
দেখছে সবাই হচ্ছে সরব,
মনের ভিতর ভীরুরা সব তাইতো নিমিখ জপ্ করে-
‘কোন মতেই পড়ি না যেন্ বিদ্রোহীদের খপ্পরে’।
ভাদা সকল সকাল বিকাল
কসছে হিসেব খুব করে,
‘কেমন করে পরের বারে
এদেশ থেকে ভাগব রে?’
যতই করুক হিসেব নিকেশ,
কার্যক্রমের যাবে না রেশ,
রোষানলে জ্বলে স্বদেশ আবার জেগে উঠবে রে-
‘ঘটি বাটি দাঁতের পাটি নিয়ে পালা খুব জোরে’
বলছে ছোট বলছে বড় সব জনগন এক সুরে
‘দালাল তোমার অসংগতি
আনবে করুণ পরিণতি’
সকল ভাদা গরু গাধা হইবে এবার এক ঘরে।
বাকশালী আর টাকশালীদের পতন হবেই এই ঝড়ে।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন