আমার আমি ১
লিখেছেন লিখেছেন জেসন বর্ন ০৭ মার্চ, ২০১৩, ০১:৪১:৩২ রাত
বই পড়ি । যখন যে বই পড়ি
তখন সে বই দ্বারা ব্যাপক ভাবে প্রভাবিত হই আর স্বীয়
জীবণে প্রয়োগ করার
চেষ্টা করি ।
একা একা থাকতে পছন্দ করি ।
যখন কোন কাজ করতে
ভাল লাগে না
তখন আমার পরিচিত যে
কোন একজন মানুষকে
নির্বাচন করি এবং
কিভাবে তাকে খুন করা
যায় সেটার জন্য একটা
ফুল-প্রুফ পরিকল্পনা করি ।
গরু দিয়ে ধান মাড়ানো
টাইপের পড়ালেখা করতে
একদম ভালো লাগে না ।
তাইতো আমি পরিক্ষা
স্কিপ করি ।
আমার খুব ইচ্ছা সেনাবাহিনীতে
যোগ দেয়া ।কিন্তু এজন্য
আমি কোন পদক্ষেপ
কখনোই নিইনাই বা
নেয়ার চেষ্টাও করিনি ।
ইচ্ছা টা ইচ্ছা হয়েই থাক
আজীবন ।আমি আমার
এই প্রচন্ড ইচ্ছাটাকে
ধ্বংস করতে চাই না ।
আমি পুরোপুরি
অসামাজিক একটা
ক্রিয়েচার ।
হাঁটতে আমি অনেক
পছন্দ করি ।সময় এবং
সুযোগ পেলেই আমি
একলা একলা হাঁটি ।
আমি একজন হতাশাবাদী ।
সবকিছুকে সাধারণত
নেগেটিভলি চিন্তা করি ।
সময়ের কাজ অসময়ে করি ।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন