"আপনার মন" একটু ভাবুনতো----- মন+দেহ=? মন-দেহ=?

লিখেছেন লিখেছেন পজিটিভ মাইন্ড ১৮ মার্চ, ২০১৩, ০১:৩৯:১১ দুপুর



আপনার মনটাকি কখনও চুপ থাকে?আপনি কি আপনার মনটাকে চুপ করাতে,স্থির করাতে আবার অস্থির করতে পারেন?সর্বোপরি আপনি কি আপনার মনকে কথা শুনাতে পারেন?আপনার মন কি আপনার কথা শুনে?-এসব প্রশ্ন কখনও করেছেন কি?অবশ্য কাকে করবেন?মনতো আপনার--

আসলেও কি মনটা আপনার?

আপনি অজু করে নামাজে দাঁড়ালেন।জায়নামাজে দাড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরীমা পড়ে হাত বেধে দাঁড়ালেন-মহান মালিক আল্লাহ-জাল্লাহ শানহুর দরবারে!মুখে সুরা-ক্বিরাত ঠিকই পড়ছেন কিন্তু আপনার মন তখন হয় বাসায়,নয়তো আপনার ব্যবসা বা চাকুরীর স্থলে অথবা কোন বন্ধুর সাথে চায়ের আড্ডায়,অথবা টিভির কোন সিরিয়াল বা টকশোতে!আর আপনার দেহটি জায়নামাজে দাড়িয়ে---এভাবে করে রুকুতে বা সেজদাতে আপনার দেহ পড়ে আছে আর আপনার মন?কারও ঝগড়া মিটাচ্ছে বা ঝগড়া বাধিয়েছে শেষ রাকআতে যখন আসলেন তখন মনটা আসলো কিন্তু তখন আপনি পেরেশান দু রাকআত নাকি এক রাকআত পড়েছি?কারণ আপনার মন বা মনে নেই!ওতো অন্যখানে ছিল!আপনার রাকআতে তালগোল পাকিয়ে গেল।এভাবে আপনার জীবনটাকেই বরবাদ অথবা সফল করে দিতে পারে আপনার এ মন!

মনের স্বেচ্ছাচারিতা-আপনার নাকে দড়ি দিয়ে আপনাকে ঘোরানোর বিষয়টি আপনার অস্বীকার করার উপায় নেই।আমরা সবাই এমন অবস্থার শিকার!

আমার মন,আমার মাইন্ড,আপনার মন আপনার মাইন্ড অথচ আমাকে জায়নামাজে ফেলে চলে যায়?আর এ মনটা যদি আমার কাছে না থাকে?তাহলে-?

মন+দেহ=? মন-দেহ=?------(চলবে)

।।নীচের বাক্যগুলো মনে মনে বলার অভ্যাস করুনএবং সেভাবে নিজেকে কল্পনা করার অভ্যাস করুন।।

**আলহামদুলিল্লাহ-এভরি ডে,ইন এভরি ওয়ে,আই এম গেটিং বেটার-বেটার এন্ড বেটার

সকল প্রশংসার আল্লাহতায়ালার-

প্রতিদিন প্রতিটি ক্ষেত্রে আমি ভাল, ভাল এবং আরও ভাল থেকে ভাল পাচ্ছি,ভাল হচ্ছি অর্থ্যাৎ আমি সবদিক থেকে ভাল।

বেটার এন্ড বেটার........

**পজেটিভ থটস্ ব্রিং আস বেনিফিটস্ এন্ড এডভান্টেইজেস

উই ডিজায়ার-----

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File