ভালবাসা

লিখেছেন লিখেছেন সাইদুল ১১ মার্চ, ২০১৩, ১১:০১:২১ রাত

ক্ষমা কর আমায় যদি ভুল করে

তোমায় ভালোবেসে থাকি ,

তবে ক্ষমা কর ।

যদি নিজের অজান্তে

তোমায় কাছে পাওয়ার

স্বপ্ন দেখে থাকি তবে

ক্ষমা কর আমায় ।

সত্যিই আজ আমি অপরাধী ,

তোমায় মন উজাড় করে

ভালোবাসা দিয়ে কিছু

অবহেলা কুড়িয়ে আজ আমি

অপরাধী ।

বেঁচে থাকার জন্য কিছু আকুতির

কাছে হেরে গিয়ে আজ আমি অপরাধী ।

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File