জনতার ভালবাসা --- এ,আলম জাকারিয়া

লিখেছেন লিখেছেন মোছাফির ০৫ মার্চ, ২০১৩, ১০:০৯:৪৬ রাত



আর কত প্রয়োজন হবে রক্তের ?

কত জীবন দিতে হবে আল্লামা সাঈদী ভক্তের।

সাঈদী তো শুধু সাঈদী নয়

যেন কুটি জনতার প্রান,

সারা জীবন যিনি বলেছেন কুরানের কথা

কত লোক যে পেল আলোর সন্ধান ।

সারা বিশ্ব আবাক হয়ে দেখে

সাঈদীর প্রতি জনতার ভালবাসা,

নারী পুরুষ সব রাজপথে নেমেছে

ছেড়ে জীবনের আশা।

পাখির মত করছে গুলি

সাঈদীর পাগল জনতারে,

রক্তে যাদের আগুন লাগে

রুখবে কে আজ বল তারে।

জেগেছে নবীন জেগেছে প্রবীণ

করেছে সবাই পণ,

আল্লামা সাঈদীকে মুক্ত করতে

লড়াই করবে আমরণ।

সত্যের পথে আদর্শের তরে

যারা জীবন দিতে পারে,

পারেনা কেউ তাদের দমাতে

বিজয় আসবেই তাদের দ্বারে।

আপেক্ষায় গুনছি প্রহর

কবে আসবে সেই দিন ?

জালিম শাসক ও নাস্তিকদের হবে পরাজয়

বিজয়ী হবে মুমিন।

বিষয়: সাহিত্য

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File