লিপস্টিকে কেন মেয়েদের বয়স কম দেখায়
লিখেছেন লিখেছেন জলি্ ১৮ মার্চ, ২০১৩, ০৩:২৫:২৮ দুপুর
http://www.mzamin.com/details.php?nid=NDY5Njk=&ty=MA==&s=MjE=&c=MQ==
মানবজমিন ডেস্ক: বয়স লুকানোর ক্ষেত্রে নারীরা অপ্রতিদ্বন্দ্বী তা তো আর বলার অপেক্ষা রাখে না। বয়স যাই হোক তারুণ্য ধরে রাখতে তাদের চেষ্টার কমতি নেই। ঠোঁটে লাল লিপস্টিকের সামান্য একটু ছোঁয়াই বদলে দিতে পারে একজন নারীর চেহারা। তাকে আরও কম বয়সী মনে হয়। নতুন এক গবেষণার পর বিশেষজ্ঞরা দাবি করছেন, এর মূল কারণ লিপস্টিক চেহারায় বৈপরীত্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে। ফেসিয়াল কনট্রাস্ট যৌবনের অন্যতম অনুষঙ্গ। ঠোঁটকে উজ্জ্বল করার পাশাপাশি গালকেও গোলাপি দেখাতে পারে লিপস্টিকের ব্যবহার। খবর অনলাইন হিন্দুস্তান টাইমসের। গবেষকদের মতে, মুখমণ্ডলের বৈশিষ্ট্য ও এর চারপাশের ত্বক এ কনট্রাস্ট প্রকাশ করে। অবশ্য বয়সের সঙ্গে সঙ্গে তা পরিবর্তন হয়। তবে প্রসাধনী হিসেবে লিপস্টিক বয়স বাড়লেও মেয়েদের তুলনামূলক যুবতী দেখাতে অন্যতম অনুসঙ্গ।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন