সরকারের হাতে জনগণ নিরাপদ নয়: হেফাজতে ইসলাম
লিখেছেন লিখেছেন জলি্ ১৫ মার্চ, ২০১৩, ০৯:১৫:২১ রাত
হাটহাজারী প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
হাটহাজারী: আল্লাহ, রাসূল (সা.) এবং ইসলামের বিভিন্ন বিধি-বিধান নিয়ে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি, মসজিদ, মাদ্রাসা, আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর বিভিন্ন স্থানে হামলা-মামলা ও দমন-পীড়ন বন্ধ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বইয়ে ভয়াবহ ধর্ম অবমাননা এবং প্রতিবাদী ধর্মপ্রাণ আলেম-উলামা ও জনসাধারণের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের উদ্যেগে সহ উপজেলার মেখল, ইছাপুর, গড়দুয়ারা, মাদার্শা উত্তর, দক্ষিণ মাদার্শা, শিকারপুর, নজুমিঞা হাট, নাজির হাট, ফতেপুর, বড়দিঘীরপাড়, আমানবাজার সহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল করে হেফাজতে ইসলাম ও মুসল্লিদের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে শুক্রবার বাদ জুমা হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভপতিত্বে লক্ষাধিক জনতার উপস্থিতিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
হাটহাজারী বাসস্টেশন চত্বরে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, মাওলানা নাছির উদ্দিন মুনির। এতে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান, মাওঃ আনাস মাদানী, মাওলানা মনির আহমদ, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা শফি, সেলিম রেজা, মাওলানা ইব্রাহীম সিকদার, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর মেহদী প্রমুখ।
বক্তারা বলেন “সরকারের প্রত্যক্ষ ইন্ধনে চিহ্নিত নাস্তিক-মুরতাদরা এদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনে মহান আল্লাহ রাব্বুল আলামীন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.), পবিত্র কুরআন, ইসলাম ধর্ম ও ইসলামের রীতিনীতি নিয়ে মিথ্যা, বানোয়াট, অশ্লীল ও উদ্ভট কল্পকাহিনী প্রচার এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। দেশে বর্তমানে ভয়াবহ ইসলাম অবমাননা চলছে। স্কুলের নবম-দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হালাল বলে রাষ্ট্রীয়ভাবে ভয়াবহ ইসলাম অবমাননা করা হচ্ছে। এই সরকারের অধীনে ইসলাম, মুসলমান এবং দেশের সাধারণ নাগরিক নিরাপদ নয়। বর্তমানে সরকারের ভয়াবহ জুলুম-অত্যাচার ও ধর্ম অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলেও নির্বিচারে গুলি বর্ষণ করে পাখির মত মানুষ মারা হচ্ছে।”
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাহসী সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক আমার দেশ’র কিছু হলে জনতা ও সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সরকার পতনে রাস্তায় নেমে পড়বে।”
তারা বলেন, সরকার শাহবাগীদের অপতৎপরতা বন্ধ করা তো দূরের কথা, বরং রাষ্ট্রীয় শক্তিকে নাস্তিকদের রক্ষায় নিয়োজিত করে আলেম-উলামা ও মুসলমানদের উপর ভয়াবহ দমন-পীড়ন এবং প্রতিবাদী মুসল্লিদের উপর নির্বিচার গুলিবর্ষণ করে গণহত্যা শুরু করেছে।”
বাদ জুমা হাটহাজারী সদর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাটহাজারী ডাকবাংলো ময়দানে জমায়েত হয়। এ সময় হাটহাজারী-খাগড়াছড়ি এবং হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়ক সহ সমগ্র হাটহাজারী এলাকা মুসল্লির পদভারে এবং শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে হেফাজতে ইসলাম ও স্থানীয় অন্যান্য ইসলামী দলের নেতারা নাস্তিকদের কঠোর শাস্তি দাবি ও সরকারের জুলুম-অত্যাচারের প্রতিবাদ জানান। মিছিলটি হাটহাজারী বাসস্টেশন গিয়ে শেষ হয়।
এদিকে জানা যায় উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা মো. ইয়াসিন, মাওলানা আবু তৈয়ব, মাওলানা মো. আব্দুল মালেক, মো. নূরুল আলম, মো. শফি।
মদুনা ঘাট এলাকায় এক মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাথুয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা শফি ও মাওলানা মো. জাফর। বড়দিঘীরপাড় এলাকায় মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোস্তফা, মাওলানা ইমরান, ইছাপুর এলাকায় মাওলানা শফিউল জামান, মাওলানা এমরান সিকদার ও শোয়াইব মোর্শেদ। চারিয়া এলাকায় মাওলানা আবু নাছের, মাওলানা আব্দুর রহীম প্রমুখ ।
নতুন বার্তা/জিসা
হাটহাজারী প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
হাটহাজারী: আল্লাহ, রাসূল (সা.) এবং ইসলামের বিভিন্ন বিধি-বিধান নিয়ে কটূক্তিকারী ব্লগারদের শাস্তি, মসজিদ, মাদ্রাসা, আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ওপর বিভিন্ন স্থানে হামলা-মামলা ও দমন-পীড়ন বন্ধ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বইয়ে ভয়াবহ ধর্ম অবমাননা এবং প্রতিবাদী ধর্মপ্রাণ আলেম-উলামা ও জনসাধারণের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের উদ্যেগে সহ উপজেলার মেখল, ইছাপুর, গড়দুয়ারা, মাদার্শা উত্তর, দক্ষিণ মাদার্শা, শিকারপুর, নজুমিঞা হাট, নাজির হাট, ফতেপুর, বড়দিঘীরপাড়, আমানবাজার সহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল করে হেফাজতে ইসলাম ও মুসল্লিদের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে শুক্রবার বাদ জুমা হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর সভপতিত্বে লক্ষাধিক জনতার উপস্থিতিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
হাটহাজারী বাসস্টেশন চত্বরে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, মাওলানা নাছির উদ্দিন মুনির। এতে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান, মাওঃ আনাস মাদানী, মাওলানা মনির আহমদ, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা শফি, সেলিম রেজা, মাওলানা ইব্রাহীম সিকদার, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর মেহদী প্রমুখ।
বক্তারা বলেন “সরকারের প্রত্যক্ষ ইন্ধনে চিহ্নিত নাস্তিক-মুরতাদরা এদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনে মহান আল্লাহ রাব্বুল আলামীন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.), পবিত্র কুরআন, ইসলাম ধর্ম ও ইসলামের রীতিনীতি নিয়ে মিথ্যা, বানোয়াট, অশ্লীল ও উদ্ভট কল্পকাহিনী প্রচার এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত। দেশে বর্তমানে ভয়াবহ ইসলাম অবমাননা চলছে। স্কুলের নবম-দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া হালাল বলে রাষ্ট্রীয়ভাবে ভয়াবহ ইসলাম অবমাননা করা হচ্ছে। এই সরকারের অধীনে ইসলাম, মুসলমান এবং দেশের সাধারণ নাগরিক নিরাপদ নয়। বর্তমানে সরকারের ভয়াবহ জুলুম-অত্যাচার ও ধর্ম অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলেও নির্বিচারে গুলি বর্ষণ করে পাখির মত মানুষ মারা হচ্ছে।”
বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সাহসী সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক আমার দেশ’র কিছু হলে জনতা ও সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে সরকার পতনে রাস্তায় নেমে পড়বে।”
তারা বলেন, সরকার শাহবাগীদের অপতৎপরতা বন্ধ করা তো দূরের কথা, বরং রাষ্ট্রীয় শক্তিকে নাস্তিকদের রক্ষায় নিয়োজিত করে আলেম-উলামা ও মুসলমানদের উপর ভয়াবহ দমন-পীড়ন এবং প্রতিবাদী মুসল্লিদের উপর নির্বিচার গুলিবর্ষণ করে গণহত্যা শুরু করেছে।”
বাদ জুমা হাটহাজারী সদর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাটহাজারী ডাকবাংলো ময়দানে জমায়েত হয়। এ সময় হাটহাজারী-খাগড়াছড়ি এবং হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়ক সহ সমগ্র হাটহাজারী এলাকা মুসল্লির পদভারে এবং শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে হেফাজতে ইসলাম ও স্থানীয় অন্যান্য ইসলামী দলের নেতারা নাস্তিকদের কঠোর শাস্তি দাবি ও সরকারের জুলুম-অত্যাচারের প্রতিবাদ জানান। মিছিলটি হাটহাজারী বাসস্টেশন গিয়ে শেষ হয়।
এদিকে জানা যায় উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা মো. ইয়াসিন, মাওলানা আবু তৈয়ব, মাওলানা মো. আব্দুল মালেক, মো. নূরুল আলম, মো. শফি।
মদুনা ঘাট এলাকায় এক মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাথুয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা শফি ও মাওলানা মো. জাফর। বড়দিঘীরপাড় এলাকায় মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোস্তফা, মাওলানা ইমরান, ইছাপুর এলাকায় মাওলানা শফিউল জামান, মাওলানা এমরান সিকদার ও শোয়াইব মোর্শেদ। চারিয়া এলাকায় মাওলানা আবু নাছের, মাওলানা আব্দুর রহীম প্রমুখ ।
নতুন বার্তা/জিসা
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন