ডেনমার্কে সাইকেল চালনা
লিখেছেন লিখেছেন মিজবাহ ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৯:০০ সন্ধ্যা
বাবা দীর্ঘদিন সাইকেল চালিয়েছেন দেশে, উনার যোগ্য উত্তরসূরী হিসেবে ডেনমার্কের বেশীসংখ্যক মানুষের মতো আমিও সাইকেল চালনা শুরু করলাম বিগত তিনবছর ধরে। প্রতিদিন জবে যাওয়া আসা করার সময় দেখা যায় ডেনিশরা আমাকে অতিক্রম করে চলে যায় এমনকি আমার ৭০বছরের আংকেল-আন্টিরাও অতিক্রম করে চলে যায়!
আজ সকালে আমার এলাকায় সাইকেল,দৈাঁড় ও সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো যা প্রতি বছরই হয়ে থাকে মনে হয়। আমি তিনবছরের অভিজ্ঞতার উপর ভর করে এবং সাহস করে সাইকেল প্রতিযোগীতায় অংশগ্রহন করলাম। রেজাল্ট :শেষের দিকে প্রথম হয়েছি!
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ব্যাপারস্ না । এটা বাংলাদেশের যে কোন অ্যাথলেটরাও করতো । বাইরের দেশে কোন প্রতিযোগিতায় নামলে তাদেরও এরকমই রেজাল্ট হতো আর আপনি তো সৌখিন ।
মন্তব্য করতে লগইন করুন