ডেনমার্কে সাইকেল চালনা

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৯:০০ সন্ধ্যা

বাবা দীর্ঘদিন সাইকেল চালিয়েছেন দেশে, উনার যোগ্য উত্তরসূরী হিসেবে ডেনমার্কের বেশীসংখ্যক মানুষের মতো আমিও সাইকেল চালনা শুরু করলাম বিগত তিনবছর ধরে। প্রতিদিন জবে যাওয়া আসা করার সময় দেখা যায় ডেনিশরা আমাকে অতিক্রম করে চলে যায় এমনকি আমার ৭০বছরের আংকেল-আন্টিরাও অতিক্রম করে চলে যায়!

আজ সকালে আমার এলাকায় সাইকেল,দৈাঁড় ও সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো যা প্রতি বছরই হয়ে থাকে মনে হয়। আমি তিনবছরের অভিজ্ঞতার উপর ভর করে এবং সাহস করে সাইকেল প্রতিযোগীতায় অংশগ্রহন করলাম। রেজাল্ট :শেষের দিকে প্রথম হয়েছি! Happy

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262422
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
ফেরারী মন লিখেছেন : বাহ ফাইন তো Big Grin
262426
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
262434
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৭
কাজি সাকিব লিখেছেন : সাব্বাশ বাপের বেটা সাদ্দাম!
262478
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ২০ বছর আগেও আমরা সাইকেল নিয়ে স্কুলে গিয়েছি চট্টগ্রাম এর মত শহরে। কিন্তু এখন ট্রাফিক অাইন এর যে অবস্থা তাতে অভিজ্ঞ মানুষরাও সহজে সাইকেল নিয়ে বের হতে চায়না। অথচ সাইকেল সময় ও অর্থ দুইটাই সঞ্চয় করে। সেই সঙ্গে ব্যায়াম তো বাড়তি পাওনা।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৭
206296
মিজবাহ লিখেছেন : সহমত ভাই। এখানে সাইকেলের জন্য আলাাদা রাস্তা আছে এবং সরকারিভাবে পৃষ্টপোষকতা করছে পরিবেশের জন্য। অনেক ডেনিশ তাদের ড্রাভিং লাইসেন্স ড্রয়ারে ফেলে রেখে সাইকেল ব্যবহার করছেন।
262491
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
আবু জান্নাত লিখেছেন : ভালই তো, খাতা ঘুরিয়ে হাজিরা ডাকলে আপনি ফাষ্টু। ধন্যবাদ
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৪
206300
মিজবাহ লিখেছেন : ঠিকই বলেছেন Happy
262534
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩১
তায়িফ লিখেছেন : মাইনাচ ২০ তে আমি সাইকেল চালাচ্ছিলাম। হঠাত করে জুতার ফাক দিয়ে ঠান্ডা ধুকে যায়। বমি বমি করতে করতে অজ্ঞান হয়ে গেছিলাম। দুঘন্টা পর বস গাড়িতে করে বাসায় দিয়ে গেছে। আর সাইকেল এখনও কোপেহেগেন ইউনির্ভাসিটিতে আছে। এর পর আর সাইকেল চালানো হয় নি।
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৯
206341
মিজবাহ লিখেছেন : ওরে বাবা মাইনাস ২০!আমিতো সামারে চালাই ভাই।
262621
০৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
হতভাগা লিখেছেন : ''রেজাল্ট :শেষের দিকে প্রথম হয়েছি!''

০ ব্যাপারস্‌ না । এটা বাংলাদেশের যে কোন অ্যাথলেটরাও করতো । বাইরের দেশে কোন প্রতিযোগিতায় নামলে তাদেরও এরকমই রেজাল্ট হতো আর আপনি তো সৌখিন ।
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০৭
206552
মিজবাহ লিখেছেন : সহমত Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File