মসজিদে মহিলাদের সালাত আদায় করা কি ইসলামে নিষেধ?
লিখেছেন লিখেছেন মিজবাহ ২৭ জুলাই, ২০১৪, ০৪:৪৫:৫৯ বিকাল
ডেনমার্কে (আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য ইউরোপিয়ান দেশে ) প্রচুর মহিলা মুসল্লি তারাবির সালাত সহ অন্যান্য ওয়াক্তি সালাতে মসজিদে সালাত আদায় করতে আসেন অথচ আমাদের দেশে বোনেরা রমজানে মার্কেটে গিয়ে প্রচন্ড ধাক্কাধাক্কি করে শপিং করার ক্ষেত্রে নাজায়েজ না কিন্তু মসজিদে যাওয়া যাবেনা !! খুব কম সংখ্যক মসজিদে বোনদের সালাতের ব্যবস্থা আছে। যা মোহাম্মদ (স) মানা করেননি আমরা কেন মানা করছি?
এক্ষেত্রে মওলানারা কি দায়িত্ব এড়াতে পারেন?
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মহিলা কেন ঈদের নামাজ পড়বে এবং নিয়মিত মসজিদে নামাজ পড়বে - এই সম্পর্কে আমি একটা লেখা লিখেছি । এই লিংকে যেয়ে সবাই দেখতে পারেন :
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50096
এতে আমাদের দোজাহানের অশেষ নেকি হাসিল হবে । আশা করি সবাই পড়বো ।
জাজাকুম আল্লাহ খাইরান
আপনি আমি যদি এটা বাস্তবায়নে খাড়া থাকি, মাওলানারা সাথে থাকবেন
খুব ভালো ফলনেও দু-চারটা চিটা/মরা হয়, সেগুলো ধর্তব্য নয়!
আসল সমস্যা সাহসী মানুষের অভাব!!
সবাই চায়- কেউ করুক!!
সচেতনতা বাড়ছে..........
মন্তব্য করতে লগইন করুন