গাজার দু:স্থ মানুষদের জন্য আল্লাহ ছাড়া এই মহুর্তে আর কেউ নেই।

লিখেছেন লিখেছেন মিজবাহ ১০ জুলাই, ২০১৪, ০৯:৩১:৩৬ রাত

কয়েকদিন পূর্বে ডেনমার্কের প্রথম মসজিদ থেকে তারাবির সালাত আদায় করে মসজিদের করিডোরে সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে বসে আমরা ১০/১২ জন ভাই বসে বিভিন্ন ইস্যুতে কথা বলছিলাম তখন রাত প্রায় ১টা। এক পর্যায়ে এক বড় ভাই বল্লেন " আমাদের শরীরের কোন এক জায়গায় ছোট্ট একটি পিপড়া কামড় দিলে পুরো শরীরের মধ্যে ফিলিংস কাজ করে ঠিক তেমনি ভাবে বিশ্বের যে কোন প্রান্তে কোন মুমিন ভাই-বোন ব্যাথা পেলে আমরা হাজারো মাইল দূর থেকে অনুভব না করি তবে মুমিন হতে পারবনা।

প্রিয় ভাই-বোনেরা আমরা অনেকে গাজার ঘটনা নিয়ে বিভিন্ন পোষ্ট দিচ্ছি, দোয়া করছি, আর্থিক ভাবে সাহায্য করার মানসিকতা রাখছি। আসুন আমাদের মাসের একদিনের খরচ( বেশী দিতে পারলে আরো ভাল) পাঠিয়ে দিই ঐসব দু:স্থ মানুষের জন্য যাদের কেউ নেই আল্লাহ ছাড়া এই মুহুর্তে :(।

পবিত্র এই মাসে একটি ভাল কাজ করলে কমপক্ষে ৭০ পুরুষ্কার, আল্লাহ ইচ্ছে করলে আরো বেশী দিবেন ইনশাআল্লাহ।

নিম্নের লিন্কের সাহায্যে পাঠাতে পারেন। আমার কাছে এই মুহুর্তে এর চেয়ে বেশী নির্ভরযোগ্য সোর্স নেই।

http://www.uwt.org/site/default.asp

আল্লাহ আমাদের প্রতিটি ভালকাজগুলোকে গ্রহন করুন। আমিন।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243572
১০ জুলাই ২০১৪ রাত ০৯:৫০
গ্রামের পথে পথে লিখেছেন : হামাসের উস্কানিমুলক রকেট হামলা অবিলম্বে বন্ধু করুন।
১০ জুলাই ২০১৪ রাত ১০:৩০
189201
মিজবাহ লিখেছেন : আসসালামুআলাইকুম,
১০ জুলাই ২০১৪ রাত ১০:৪১
189202
তহুরা লিখেছেন :

243573
১০ জুলাই ২০১৪ রাত ১০:০১
হারানো ওয়াছিম লিখেছেন : মুসলমানরাই শুধু মরে.... কষ্ট।
১০ জুলাই ২০১৪ রাত ১১:০৫
189218
মিজবাহ লিখেছেন : আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করি আর তা না পারলে দোয়া করি।
243583
১০ জুলাই ২০১৪ রাত ১০:৫৮
সন্ধাতারা লিখেছেন : It is a great initiative. Jajakalla khairan.
১০ জুলাই ২০১৪ রাত ১১:০৬
189219
মিজবাহ লিখেছেন :
আলহামদুলিল্লাহ। জাজাকুম আল্লাহ খাইরান
243590
১০ জুলাই ২০১৪ রাত ১১:২৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : হে আল্লাহ একমাত্র তুমিই পারো তাদের রক্ষা করতে। তুমি দেখছো না তাদের এই আকুতি?
243615
১১ জুলাই ২০১৪ রাত ১২:৫৩
মিজবাহ লিখেছেন : হ্যাঁ ভাই আল্লাহই আমাদের মূল ভরসা। দেখেন না আরব লীগ আজ ইহুদি লীগ হয়ে গেছে আর ও্আইসি ও ইহুদীদের দখলে !
245354
১৭ জুলাই ২০১৪ সকাল ০৫:৩২
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালার সাহায্য অাসবে ইন শাঅাল্লাহ।
245580
১৭ জুলাই ২০১৪ রাত ১১:৪৬
মিজবাহ লিখেছেন : ইনশাআল্লাহ, কোন সন্ধেহ নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File