গাজার দু:স্থ মানুষদের জন্য আল্লাহ ছাড়া এই মহুর্তে আর কেউ নেই।
লিখেছেন লিখেছেন মিজবাহ ১০ জুলাই, ২০১৪, ০৯:৩১:৩৬ রাত
কয়েকদিন পূর্বে ডেনমার্কের প্রথম মসজিদ থেকে তারাবির সালাত আদায় করে মসজিদের করিডোরে সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে বসে আমরা ১০/১২ জন ভাই বসে বিভিন্ন ইস্যুতে কথা বলছিলাম তখন রাত প্রায় ১টা। এক পর্যায়ে এক বড় ভাই বল্লেন " আমাদের শরীরের কোন এক জায়গায় ছোট্ট একটি পিপড়া কামড় দিলে পুরো শরীরের মধ্যে ফিলিংস কাজ করে ঠিক তেমনি ভাবে বিশ্বের যে কোন প্রান্তে কোন মুমিন ভাই-বোন ব্যাথা পেলে আমরা হাজারো মাইল দূর থেকে অনুভব না করি তবে মুমিন হতে পারবনা।
প্রিয় ভাই-বোনেরা আমরা অনেকে গাজার ঘটনা নিয়ে বিভিন্ন পোষ্ট দিচ্ছি, দোয়া করছি, আর্থিক ভাবে সাহায্য করার মানসিকতা রাখছি। আসুন আমাদের মাসের একদিনের খরচ( বেশী দিতে পারলে আরো ভাল) পাঠিয়ে দিই ঐসব দু:স্থ মানুষের জন্য যাদের কেউ নেই আল্লাহ ছাড়া এই মুহুর্তে :(।
পবিত্র এই মাসে একটি ভাল কাজ করলে কমপক্ষে ৭০ পুরুষ্কার, আল্লাহ ইচ্ছে করলে আরো বেশী দিবেন ইনশাআল্লাহ।
নিম্নের লিন্কের সাহায্যে পাঠাতে পারেন। আমার কাছে এই মুহুর্তে এর চেয়ে বেশী নির্ভরযোগ্য সোর্স নেই।
http://www.uwt.org/site/default.asp
আল্লাহ আমাদের প্রতিটি ভালকাজগুলোকে গ্রহন করুন। আমিন।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ। জাজাকুম আল্লাহ খাইরান
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন