শিশু লালন পালন-০১

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২২:০৪ রাত

একজন মুসলিম হিসেবে ছোটকাল থেকে সন্তানদের ইসলামী আচার আচরণ শেখানো জরুরী।

যেমন:

১. সালাম দেওয়া। এক্ষেত্রে প্রথমে বাবা-মাকে আগে সালাম দিতে হবে যেমন আমরা বাসায় প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে ঢুকি, আস্তে আস্তে তারা অব্যস্থ হয়ে যাবে, তারাও বলা শুরু করবে।

২. সিঁড়ি দিয়ে উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সোবহান আল্লাহ বলা।

৩. কাউকে বিদায় দিলে আল্লাহ হাফেজ বলা।

৪. খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ আর শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলা।

৫. হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা।

৬.হাই তুললে আসতগফিরুল্লাহ বলা।

৭.কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা।

৮. গুম পাড়ানোর সময় বিভিন্ন ছোট ছোট সুরা পড়া যাতে করে সে আস্তে আস্তে মুখস্ত করে ফেলতে পারে।ছোট কাল থেকে দেখে আসছি মায়েরা বিভিন্ন ছোট ছোট ছড়া বলে কিন্তু আমার মনে হয় ছড়ার ছেয়ে সুরা বললে সন্তানদের জন্য খুবই ভাল।

৯. বিপদে পড়লে বা কোন কিছু নষ্ট হয়ে গেলে ইন্নালিল্লাহ বলা।

১০. কম্পিউটারে আলিফ,বা,তা, সা আরবি বর্ণমালাযুক্ত গান দেখতে দেওয়া।

১১. আলহামদুলিল্লাহ ভাল আছি বলা যদি কেউ জিজ্ঞেস করে। ইত্যাদি-----------।

আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে মাছরুর উপরের কিছু কিছু জিনিস আয়ত্ব করতে পেরেছেন।

অনুরোধ করছি যারা এখনো শুরু করেননি তাঁরা আজই শুরু করা জরুরী তা হলে দুনিয়াতে শান্তি আর পরকালেতো আছেই।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File