পরকালের ভয়ংকর পরিস্থিতি মোকাবেলা করার উত্তম সময় হলো এখনই কারণ আগামিকাল পর্যন্ত বেঁচে থাকার কোন নিশ্চয়তা নেই:

লিখেছেন লিখেছেন মিজবাহ ১৫ আগস্ট, ২০১৩, ১২:০৮:০৮ রাত

কয়েকদিন আগে গত হওয়া ঈদের দিন একটু ঘুমাচ্ছিলাম। প্রচন্ড একটি ভয়ংকর সপ্ন দেখলাম। আমি তখন ককসবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছি। হঠাত দেখি পাহাড় সমান সমুদ্রের পানির ঢেউ আমাদের দিকে ধেয়ে আসতে। সবাই পাগলের মতো দৌড়াচ্ছি আর আমি স্বরণ করার চেষ্টা করছিলাম আমার পক্ষ থেকে কাউকে সাহায্য করার দরকার আছে কিনা সম্ভবত: আমার ছোট্ট দুটি ছেলের কথা ভাবছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছুতেই স্বরণ করতে পারছিলামনা।

একটু পর জেগে উঠে ভাবছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম নিম্নোক্ত পবিত্র কোরআনের আয়াত:

"যেদিন তোমরা তা দেখবে, অবস্থা এমন হবে যে, প্রত্যেক দুধদানকারিনী নিজের দুধের বাচ্চাকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে তোমরা মাতাল দেখবে অথচ তারা নেশাগ্রস্ত হবে না৷ আসলে আল্লাহর আযাবই হবে এমনি কঠিন৷"-(সুরা আল হাজ্জ:২)

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File