আসুন আমাদের প্রিয় সন্তানদের একটু সময় দিই যেন চোখের পানি না ফেলতে হয়!!
লিখেছেন লিখেছেন মিজবাহ ৩০ জুলাই, ২০১৩, ০২:২০:৫৮ দুপুর
আজ থেকে প্রায় ১০ বছর আগে NTV এর একটি অনুসন্ধানি রিপোর্ট দেখছিলাম ঢাকার স্কুলে পড়ুয়া ছেলে-মেয়েদের নিয়ে মাদক গ্রহন করার উপর। এক মেয়েকে জিজ্ঞেস করা হলো তুমি মাদক নাউ কেন? উত্তরে বল্লো আমি স্কুল থেকে আসার পর হতাশার মধ্যে থাকি কারণ কথা বলার মতো কাউকে পাওয়া যায়না অর্থাত আমার বাবা-মা চাকরী থেকে আসার পর হয়তো কোন পার্টিতে চলে যায় অথবা শপিয়ে অথবা রেষ্টুরেন্টে!! কতক্ষন ভাল লাগে কাজের মেয়ের সংগ নিতে!! তাই মাদক নিই আর যতক্ষন মাদকের আসক্তি থাকে ততক্ষন একটু ভাল লাগে।
আমার মনে হয় আজ ১০ বছর পর এখন আরো মারাত্বক আকার ধারণ করেছে। এইতো গেল মাদকের কথা কিন্তু আরো কত সমস্যায় জড়িয়ে পড়ে আমাদের প্রিয় সন্তানেরা। সময় থাকতে সচেতন হতে হবে অন্যতায় পরে চোখের পানি ফেলে লাভ হবেনা!!!
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন