হে আল্লাহ আমাদের ক্ষমা কর .......... ১
লিখেছেন লিখেছেন মিজবাহ ১৬ এপ্রিল, ২০১৩, ০১:৪২:২৫ দুপুর
হে আল্লাহ ফেরেশতারা প্রথমে রাজি ছিলনা আমাদেরকে সৃষ্টি করার জন্য কিন্তু তুমিতো মহা পরিকল্পনাকারী,তুমি আমাদেরকে সৃষ্টি করেছ কেবলমাত্র তোমার ইবাদাত করার জন্য, তোমার দাসত্ব স্বীকার করার জন্য কিন্তু আমরা তোমার ইবাদাত না করে তোমার দাসত্ব স্বীকার না করে উল্টোপথে গমন করছি।
আমরা তো তোমার পাঠানো বিধানটা পবিত্র মনে করে আলমিরার উপর সাজিয়ে রাখি, বছরে দুই বার সবেহ বরাত এবং সবেহ কদরে না বুঝে পড়ি অথবা মনে চাইলে অন্য কোন দিন।কিন্তু কোন হেদায়াততো আমরা পাচ্ছিনা। বাজার থেকে আমরা মেনুওয়েল নির্ভর কোন জিনিস কিনে থাকি।এই মেনুওয়েল ছাড়া আমাদের ঐ জিনিসটা বাসায় ঠিকভাবে সেট করা কঠিন হয়ে উঠে।মেনুওয়েলটা হাতের কাছে থাকলে চলবেনা তা বুঝতে হবে অর্থাত ঐ মেনুওয়েলের অন্ততপক্ষে ভাষাটা বুঝতে হবে তাহলে আমার উদ্দেশ্য সফল হবে আবার অন্যদিকে রোগ নিরাময়ের জন্য ডাক্তার থেকে প্রেসক্রিপশান নিয়ে তা পানি দিয়ে চুবিয়ে ঐ পানি পান করলে রোগ নিরাময় হবেনা।প্রেসক্রিপশান নিয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে শুধু খেলে চলবেনা,ভরা পেটে না খালি পেটে খেতে হবে তাও দেখা জরুরী।ঠিক তেমনিভাবে তুমি আমাদের জীবন পদ্ধতি পরিচালনা করার জন্য একটি মেনুওয়েল বা প্রেসক্রিপশান বা কোরআন দিয়েছ তা যদি আমরা শুধু আরবি পড়ি তবে জীবন পদ্ধতি সঠিক পথে পরিচালনা করা অসম্ভব কারণ আরবী আমাদের ভাষা না।আবার কিছুদিন পর পর ধুলা-বালি পরিষ্কার করি।হায়রে! তুমি কেবল কোরআনকে পাঠিয়েছ ধুলা-বালি পরিষ্কার করার জন্য!! যা অন্যান্য বিধর্মিরা বুঝে পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসছেন। অথচ আমরা তার উল্টো পথে গমন করছি!!
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন