আপনি নাস্তিকের পক্ষে না ইসলামের পক্ষে। আপনিই সিদ্ধান্ত নিন
লিখেছেন লিখেছেন আমি সত্যের পক্ষে ১৯ মার্চ, ২০১৩, ১২:১৯:৪৪ দুপুর
আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ বাংলাদেশের জনগন ৩ টি ভাগে বিভক্ত। ১. ইসলামের পক্ষে ২. নাস্তিকের পক্ষে ৩. হুজুকে মাতাল বা সুযোগ সন্ধানী। আমাদের দেশে ৯০ ভাগের উপরে হল মুসলমান। সুতরাং বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। এতে কারও সন্দেহ নাই। বিশ্বে অন্য দেশের তুলনায় বাংলাদেশে অন্য ধর্মের মানুষগুলো অনেক সুবিধা এবং নিরাপদে বসবাস করছে। কিন্তু সমস্যা হল এক জায়গায়। দাদারা যা চান আমাদের দেশের সরকার তাই করতে চাচ্ছে। দাদা বলতে বিশ্ব পরাশক্তি বুঝাচ্্িছ। ঐ দিকে যাব না। কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া বলেছেন ”শহবাঘের তরুনরা নষ্ট ও নাস্তিক” এই কথাটা এই ভাবে বলা উচিত হয় নাই। কিন্ত্র উনার কথার সাথে আমিও একমত। পরের দিন শাহবাঘের লিডার বলেছে ” এই তরুনরাই নাকি দেশের জন্য যুদ্ধ করেছে” কিন্তু তার কথার সাথে একমত হতে পারলাম না। কারন এই রকম সুযোগ সন্দানী তরুন ১৯৭১ সালে যুদ্ধ করেন নাই। এই রকম নাস্তিকরা ১৯৭১ সালে যুদ্ধ করেন নাই। আর যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে এই রকম দেশ প্রেমিক আমরা চাই না। আজ শাহবাঘে পদ্মা সেত,শেয়ার বাজার,হলমার্ক, সাগর রুতি হত্যা ইত্যাদি ইস্যু তুলে দরুক দেখুন ১ ঘন্টা পরই পুলিশ লাটি পেটা করবে। আমরা জনগন কি আর গাজা খাইছি। এখন আর আগের সময় নাই। জনগন অনেক সচেতন হইছে। এখন জানগন অনেক ভেবে চিন্তে কাজ করে। নির্র্বাচনের সময় অবশ্যই তাদের জবাব দিয়ে দিবে।আজ ইসলাম নিয়ে এত কথা আর আমাদের সরকার চুপ করে রয়েছে। এ্খনও অনেক ব্লগ সাইচে ইসলাম নিয়ে নানা কটুক্তি করছে। কিন্তু সরকার চুপ করে রয়েছে। একটা নাস্তিক রাজিবকে বলা হয়ে শহীদ , দেশপ্রেমিক। আমাদের আর বুঝতে বাকি নাই যে দেশে কি হচ্ছে। মসজিদে তালা লাগাচ্ছে আর শাহবাঘে নাস্তিকদের পুলিশ সিকিউরিটি দিয়ে সব ধরনো খারাপ কাজ করাচ্ছে। আজ যারা শাহবাঘে নেতৃত্ব দিচ্ছে সবগুলোর ব্লগ এর লেখা পড়ে দেখুন এরা সবাই নাস্তিক। কিন্তু আমাদের সরকার কিছুই বলছে না। পরিশেষে একটা কথা বলতে চাই । ৯০ ভাগ মুসলমানের দেশে এই সব চলবে না । যদি ভাল না লাগে দেশ ছেড়ে চলে যাও । আর যদি থাকতে হয় তাহলে চুপ চাপ করে থাক
খুলে দাও মনের জানালা এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করল ইরাটিউনস ডট কম। সবার সহযোগীতায় আজ এই ব্লগ সাইটটি এগিয়ে চলছে। আরও সবার সহযোগীতা কামনা করছি। তাই সবাইকে এই ব্লগ সাইটে লেখা পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি। পাশাপাশি নিয়মিত ভিজিট করার ও মন্তব্য কারার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। আশা করি সবাই তাদের সকলপ্রকার লেখা পোষ্ট করে ইরাটিউনসকে একটা ভাল অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবেন। এবং সকলের নিকট এই সাইটের উন্নয়নের জন্য সকল প্রকার পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। ইরা টিউনস এডমিনের ইমেইল এড্রেস
ব্লগ সাইট এড্রেস- www.eratunes.com
ফেসবুক পেইজ- www.facebook.com/eratunes
ভাল লাগলে পেইজে একটা লাইক দিয়েন
বিষয়: রাজনীতি
১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন