বিয়ে নিয়ে ইয়ে

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৮ অক্টোবর, ২০১৮, ০৮:৫৮:৪০ সকাল



=========

শ্বসুর বাড়ী আসলাম। শ্বসুরের সামনে বসে লজ্জায় লজ্জায় মাত্র ৭/৮ খান পরোটা খেলাম, রান্নাটা ছিলো চরম। একজন শুনে বলল- ভাগ্যিস লজ্জাটা ছিলো !!

যাইহোক আজ সকালে এখানে আসার পথে পুলিশের হেড কুয়ার্টার পড়ল, দেখী মূল গেইটে স্টিলের অক্ষরে বড় করে লেখা "আস্থা" । দেখে ভাবলাম পয়সা খরচ করে স্বর্ণ দিয়ে ওর পাশে লিখে দেই "নেই"। এদেশে অন্তত পুলিশে আস্থা নেই। তবে সকলে খারাপ নয়, কিন্তু সিস্টেমের দোষে সকলেই খারাপের দিকেই যাচ্ছে। চারিদিক থেকে মানুষের ভালোবাসা পাচ্ছি, আল্লাহ রহমত ও বরকত দান করছেন,ফেসবুকের প্রান প্রিয় বন্ধুরা দোয়া করছেন,,,,কখনও যাদেরকে দেখিনি,যাদের সাথে কেবল কনসেপ্টের সম্পর্ক সেসব মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিজেকে কেমন যেন করে দেয়। খুবই সুস্থ্য আছি, টানাটানির পরও কোনো সমস্যা হয়নি, ওজনও বাড়েনি,,,সাথে আছে মায়ের রান্না ও তার সান্নিধ্য,বোনদের ভালোবাসা,সহযোগীতা,,,পছন্দের সব খাবার টানা,,, সাথে নতুন বৌ,,, এরপরও যদি আলহামদুলিল্লাহ না বলি তবে আল্লাহর ফেরেশতাদের উচিৎ জুতোয় গু মাখিয়ে আমার মুখে মারা।

আমাকে ভালোবেসে,স্নেহ করে,শুভকামনা জানিয়ে ৩ জন ৩টি কবিতা লিখেছেন, এছাড়া আলী আকবর ভাই কয়েক ডজন কবিতা লিখে ইনবক্স করেছেন সেটা প্রকাশ করছি না,,,উনি স্বভাব কবি, সাধারন কথাও কবিতায় বলেন।

১. ডা: শাহনাজ পারভিন

নতুন জীবন

------------------/

একাকীত্বের সমাপ্তি টেনে

পা দিলে আজ নতুন জীবনে

স্বর্গ সুখের আবির মেখে

বদ্ধ দুয়ার খুলে

পেয়েছ যারে আপন করে

সংগোপনে রাখ তারে

তোমার মনের মন্দিরে।

ভালবাসার পরশ দিয়ে

স্বপ্ন সুখের আবেশে

দূর দিগন্তে ঘুরে বেড়াও

দুবাহুতে জড়িয়ে।

দৈন্যদশা আসবে কত

ঝরবে কত চোখের জল

শক্ত হাতে ধরলে হাল

থাকবেনা দুদন্ড বৈ

জয়ের মালা পরবে গলে

টলবে যত পাষাণ প্রান।

চিত্তে তোমার রয়েছে ঐ

ঈমানের যত উপাদান

ধীরলয়ে চালিয়ো তরী

হবে তুমি আগুয়ান।

অবশেষে গাহিবে তুমি

জীবনেরই জয়গান।

==================

২. ইবনে বতুতার বিয়ে

-আবু আশফাক

.

ইবনে বতুতার বিয়ে

রুমাল মাথায় দিয়ে

আযান দিয়ে টানবে এবার

শশুড়বাড়ি গিয়ে!

.

শুধুই নাহি টানেন

খাদক ধরে আনেন

কেমন করে খাওয়াতে হয়

সেটাও তিনি জানেন।

.

নতুন জীবন শুরু

মনটা উড়ু উড়ু

অধ্যয়ন আর অভিজ্ঞতায়

শিষ্য নহেন গুরু।

.

লেখক বেজায় ভালো

শব্দে ছড়ায় আলো

লেখার মতোই জীবন তাহার

হোক না ঝলোমলো!

=================

আমার বিয়ে নিয়ে আমার চেয়ে বেশী উৎসাহী ও আনন্দিত হওয়া ভাই হলেন মিয়াজী ভাই। বিয়ে আমার উৎসাহ তার.....কি কান্ড !!

আবু তাহের মিয়াজী

---------শুভ বিবাহ

দুটি মনের নদীর স্রোতে যুগল মিলন হলো

সেই খুশিতে দু'টি চোখ আনন্দে টলমল।

আকাশ বাতাস ধ্বনিত হল শুভ পয়গাম।

দুটি মন সম্মতি দিলো বিশ্বাসের সমাগম।

বিশ্বাসের উপর দাঁড়াক ভালবাসা সারাজীবন।

স্বর্গীয় সুখে পূর্ণ হোক শুভ দাম্পত্য জীবন।

হৃদয়ের ছোঁয়া লাগুক, নয়নে পড়ুক দৃষ্টি।

পরশে প্রনয়ের দোলা হোক, ভালবাসার সৃষ্টি।

চলতে হবে দু'জন মিলে বাঁকের পরে বাঁক।

দু'জনের ভালোবাসায় ঈমান হবে পাক।

দু'জন মিলে বাইতে হবে জীবন নদীর নাও।

ভয় পাওয়ার কিছু নেই, কষ্ট কিনা পাও।

শত ফুলের শুভেচ্ছা রইল দু'জনার প্রতি।

ঈমান বুকে হইও দু'জন মাওলা প্রেমে ব্রতি।

আমরা সবাই শুভদিনে জানাই সম্প্রীতি।

সুখে থাকুন ভালো থাকুন এই মোদের আশা।

জড়িয়ে থাকুক দুটি হৃদয়ে,

সারাজীবন ভালবাসা।

বিঃদ্রঃ - আমেরিকান প্রবাসী, যাকে চিনি জানি বুঝি গত প্রায় ৯বছর ধরে। তিনি একজন ভালো গল্পকার, ভ্রমন পিপাষু, ভ্রমণ কাহিনী চমৎকার ভাবে উপস্থাপন করেন। সবচেয়ে বড় কথা হলো, আমরা সবাই তাকে খাদক হিসেবে চিনি। কারন, খেতে বসলে মাথা পর্যন্ত টানেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তার প্রোফাইলে ঘুরে আসতে পারেন। লেখাগুলো পড়লেই সত্যতা যাচাই করার সুযোগ পাবেন। আচ্ছা যাইহোক, তিনি গতকাল শুক্রবার বিয়ের পিড়ীতেবসে তিনবার কবুল পড়ে পুঁটির মাকে ঘরে তুলেছেন। তার জন্য উৎসর্গঃ করে

আমার এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লেখা। তিনি হলেন মুন্না ভাই।

আমাকে উৎস্বর্গ করা কবিতাগুলোতে তাদের ভালোবাসা প্রকাশিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এর প্রতিদান দিবেন। আর আমার ফেসবুক ফ্রেন্ডরাও আল্লাহর অশেষ নিয়ামত। সেই ব্লগীয় সময় থেকেই মানুষের অকৃপণ ভালোবাসা পাচ্ছি। ঋণ শোধ করা সম্ভব নয়। অবশ্য কিছু ঋণ শোধ করাই উত্তম....ঋনের বদলে ঋন চলুক !

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385903
০৯ অক্টোবর ২০১৮ সকাল ১০:১৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগপাড়ায় আমার এই শিরোনামে একটি নাতিদীর্ঘ লেখা আছে। অনেক আগের।
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:২৬
317993
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,,,দেখেছি সেটা Happy
385906
০৯ অক্টোবর ২০১৮ সকাল ১০:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পড়ার আমন্ত্রণ রইলো।
বিয়ে নিয়ে ইয়ে
385915
০৯ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপিন একজন জনপ্রিয় ব্লগার।
আপনার বিয়েতে সবাই দু'কলম লিখে আনন্দউৎসব করছে। Rose Rose Rose Rose Rose Rose
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:২৬
317994
দ্য স্লেভ লিখেছেন : জি ভাই,,খাদকের বিয়েতে খাওয়ার আয়োজন Happy
385927
০৯ অক্টোবর ২০১৮ রাত ১১:২১
কুয়েত থেকে লিখেছেন : আপনি বিয়ে করেছেন-? কবে কখন কিছুইতো টের পেলামনা। তাও আবার বিয়েতে খেলেন পরোটা ৭/৮টা চট্টগ্রামের বিয়েতে গিয়ে দেখে আসুন খাবারের মেনু কেমন আপনার জন্য ওখানেই মানাতো ভালো। অনেক ধন্যবাদ
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:২৭
317995
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা,,সেখানে না থেকে ভালই করেছি মনে হয় Happyদোয়া করবেন
385931
১০ অক্টোবর ২০১৮ রাত ১২:০৯
আমি আল বদর বলছি লিখেছেন : একে একে সবাই বিয়ে করে ফেলছে আর আমি বিবাহিত সিংগেল রয়ে গেলাম অফসোস
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:৩০
317996
দ্য স্লেভ লিখেছেন : জি করেই ফেললাম,,আপনিও করেন
১২ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:২১
318004
আমি আল বদর বলছি লিখেছেন : মাইয়া দিবো কেCrying Crying Crying
১২ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:২১
318005
আমি আল বদর বলছি লিখেছেন : মাইয়া দিবো কেCrying Crying Crying
385954
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : নিজে বিয়ে নিজে একা একা খেলেন, পেটে কোন প্রকার সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ি না,
তবুও শুভ কামনা রইল।
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:৩০
317997
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহেে....হেবেনা হবেনা,,আপনার দোয়া আছে না !! আর আল্লাহর রহমত তো াাছেই Happy
385975
১১ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:১১
হতভাগা লিখেছেন : আপনি ভাল রান্না করতে পারেন - শশুড়বাড়ির লোকদের এতে খুব খুশী হবার কথা।
১১ অক্টোবর ২০১৮ রাত ০৯:৩০
317998
দ্য স্লেভ লিখেছেন : বৌও ভালো রান্না পারে Happy
১২ অক্টোবর ২০১৮ সকাল ০৮:৩৮
318000
হতভাগা লিখেছেন : তাহলে আর কি - দুয়ে দুয়ে চার হয়ে গেল। আমেরিকান বাংলাদেশীদের চমৎকার ও চটকদার খাবারের আশা এবার পূরণ হতে চলেছে।
386126
০৯ নভেম্বর ২০১৮ সকাল ০৯:৫৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। ভাললাগলো।
২৭ নভেম্বর ২০১৮ দুপুর ১২:২৭
318118
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান আপা। অনেকদিন পর পেলাম আপনাকে। আপনি আমার ফেসবুকে আসতে পারেন
https://www.facebook.com/mohammadaslam.khan.7146

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File