একদা স্টেডিয়ামে দেখা এক খেলার আসর !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৩৮:৩১ সকাল



পূর্বে ক্রিকেট খেলা দেখার পাগল ছিলাম। বিশ্বকাপ ফুটবল দেখতেও রাত জাগতাম। সে এক বিশাল উত্তেজনাকর সময় ছিলো। ছেলে বুড়ো সকলেই ছিলো উম্মাতাল। কিন্তু পরে এসে ভাবলাম এর এসব খেলার ভেতর খেলা যতটা না, তার চেয়ে বেশী উম্মাদনা। খেলার উদ্দেশ্য শরীর চর্চা, কিন্তু এখানে খেলাই বিনোদন,খেলাই মারামারি দলাদলির মাধ্যম,খেলাই নানান সব অনর্থন বিষয়ের মূল। নিজস্ব উপলব্ধীতে উপনীত হওয়ার পর ভাবলাম মিউজিকের মত এটাকেও নির্বাসনে পাঠানো দরকার। আমি এরপর খেলার বিষয়ে চোখ-কান বন্ধ রাখতে শুরু করলাম। এতে খেলার খবর আমার চোখ ও কান পর্যন্ত ভালোভাবে পৌছলো না। প্রবল কষ্টে এটা করতে হয়েছে। কিন্তু কিছুকাল পর দেখলাম প্রিয় সেসব খেলোয়াড়ের বিষয়ে আমি উদাসীন হয়ে পড়েছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এখন অবস্থা এমন যে, কেউ যদি বলে ওহহহ....খেলার খবর হল এই,,,অথবা বাংলাদেশ জিতে গেছে ! আমি কখনও ভাবতে থাকি ,, এটা কার সাথে খেলা ছিলো,, কোন আসরের খেলা,,,,বা কোন কাপ !! এরপর ভাবি একটু দোয়া করা দরকার....." মরে যা, দূর হয়ে যা " !! অবশ্য বহু পরিচিত লোক মন খারাপ করবে ভেবে মনের অনুভুতি প্রকাশ করিনা......আজ খানিক করে ফেললাম,,সে যাইহোক মজার একটা ঘটনা বলি শোনেন ......

বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন যখন ছিলো খালেদ মাহমুদ সুজন,,,তখন স্টেডিয়ামে একটা খেলা হচ্ছিলো শ্রিলংকার সাথে। খেলায় বাংলাদেশ ভালো করছিলো না। তো, আমার পাশের এক দর্শক সুজনকে নানান গালি গালাজ করল অনেকক্ষন ধরে। সুজনের কানে সেসব আওয়াজ যাচ্ছিলো তা বুঝতে পারছিলাম। আমাদের গ্যালারীর নিকটে যে ফিল্ডার ছিলো তাকে সুজন ডেকে কিছু একটা বলল। এবার সেই লোক বলছে-" এই সুজন,,,এই তুই কিছু পারিস ? এই তুই আমার ভাইকে বকা দিলি ক্যান ?? এই সুজন ,,এই,,,, মা মরা ছেলেটাকে তুই বকা দিলি,,,নিজে কিছু পারিসনে....!!

এবার খেলার ফাকে আরেকজন ফিল্ডারকে ডেকে সুজন কিছু উপদেশ দিল,যা আমরা শুনতে পাচ্ছিলাম না। সেই লোক বলল---এই সুজন এই পাগল !,,,এই তুই আবার আমার ভাইকে গালাগালি দিলি ! এই সুজন,,, ফাজিল ছ্যামড়া !....এই তুই কিছু পারিস ,,,এই পাগল ! এই তোর চামড়া আমি ছুলে ফেলব রে.....!! এই সুজন তুই আমার ভাইকে বকলি ক্যানরে হ্যা !! মা মরা ছেলেটা....এই তুইএই এতিম ছেলেটাকে বকলি ক্যান !!

বহুক্ষন ধরে এসব বলার পর সুজন মোটামুটি পাগল হয়ে গেল। বারবার অস্থিরতা প্রকাশ করছে, ওদিকে শ্রীলংকা ব্যপক বাউন্ডারী হাকাচ্ছে। সুজন এবার মাঠের আরেক দিকে গিয়ে দাড়ালো এই লোকের হাত থেকে বাচার জন্যে। ওদিকে গ্যালারীর দর্শক খেলা বাদ দিয়ে এই লোকের কান্ড উপভোগ করছে। সুজন মাঠের আরেক পাথে গিয়ে দাড়িয়ে আড়চোখে তাকাচ্ছে ,,ভাবছে যে সে নিরাপদ।

এবার এই লোক গ্যালারীর আরেক পাশে গিয়ে চিৎকার করে বলছে...এই সুজন তুই খেলা পারিসনে তো এইখানে ক্যান ?? এই সুজন,,,তুই কিছু পারিস ?? এই ভালো করে ফিল্ডিং দে,,,তোর চামড়া কিন্তু তুলে নেব,,,,। এই তুই আমার ভাইকে গালি দিলি ক্যান ??মা মরা ছেলেটা ! এই তোর মনে কোনো দয়া মায়া নেই...??

সুজন অস্থির হয়ে উঠল,কিন্তু কেউ তাকে সাহায্য করল না। সুজন আবার আমাদের পাশে আসল কয়েক ওভার পর। এবার সেই লোকও একইভাবে সুজনকে উত্তক্ত করল। এবার সুজন মাঠের শেষ সীমায় এসে বলল- ভাই অনেক ডিস্টার্ব হচ্ছে ! আপনার ভাইকে আমি বকা দেইনি,, ভাই আপনি একটু চুপ করেন।

সেই লোক পুরো চুপ। সুজন ফুরফুরে মেজাজে খেলায় মন দিল। খানিক পর ওই লোক বলছে---এই সুজন এই !! তুই আমার ভাইকে গালি দিলি ক্যান?? মা মরা ছেলেটা .....!!

বিষয়: বিবিধ

৬৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385131
১৭ এপ্রিল ২০১৮ রাত ১১:০৪
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো ,চালিয়ে যান।
১৮ এপ্রিল ২০১৮ রাত ০৩:২৬
317579
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File