শুভ্র তারা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৭:২৭ সকাল
আকাশের শুভ্র তারায় লেখা তার নাম
সুনিবিড় সম্পর্কে পুলকিত মন
রাত জাগা পাখির কন্ঠে ধ্বনিত সে
পূর্ণিমার ঝাঝালো আলোয় আলোকিত যে
জীবনের পরতে পরতে যার স্পর্শ
আজন্ম লালিত হে আমার তীর্থ
শিশির ভেজা ভোরে শিশির মেখে
সপে দেব এ হাত তোমারি হাতে....
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন